বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

ভাঙন এলাকা ঝুঁকিমুক্ত রাখার চেষ্টা চলছে

এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে এই লকডাউনের মধ্যেও পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বছর পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের প্রচেষ্টায় হাওর অঞ্চলের কৃষক সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পেরেছে। কৃষকের মুখে হাসি ফুটেছে। গতকাল শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপমন্ত্রী শামীম বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থায়ী ভাঙন রোধে স্বাস্থ্যবিধি মেনে করোনা দুর্যোগের মধ্যেও কাজ চলমান আছে।

সারা দেশে স্থায়ী প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে সারা দেশে নদী ভাঙনের সমস্যা আর থাকবে না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেল্টাপ্লান বাস্তবায়িত হলে দেশে কোনো ধরনের ভাঙনের সমস্যা থাকবে না। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, সদস্য আবদুল আউয়াল শামীম, স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক প্রমুখ।

সর্বশেষ খবর