বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

লক্ষ্মীপুর-২ উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান পরাজিত প্রার্থীর

লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন জামানত হারানো জাতীয় পার্টির প্রার্থী শেখ ফায়েজুল্লাহ শিপন। গতকাল বিকালে ওই প্রার্থী তার রায়পুরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে নানা অনিয়মের চিত্র তুলে ধরেন। সংশ্লিষ্টদের কাছে প্রতিকার চেয়ে না পাওয়া এবং এ আসনে পূননির্বাচন দাবি করেন লাঙ্গল প্রতীকের এই প্রার্থী। শেখ ফায়েজুল্লাহ শিপন বলেন, ইভিএম এখন ভোটাধিকার হরণের অন্যতম মাধ্যম। এমন ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ভোটের দিন কোনো গণমাধ্যমে তার কোনো অভিযোগ ছিল না। তিনি নিজেও ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফল ঘোষণার ২০ ঘণ্টা পর তার এমন অভিযোগ রহস্যঘেরা বলে মনে করছেন সচেতন মহল। উল্লেখ্য, ২১ জুন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলে। রাত ৯টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলে নৌকার প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন এক লাখ ২২ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হন।      -লক্ষ্মীপুর প্রতিনিধি

 

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। তাকে কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার নিজ বাড়ির সামনে ঘটে এ হামলার ঘটনা। রিয়াজ হোসেন খাঁপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সাংবাদিকরা রিয়াজ হোসেনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দায়ী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।   -রূপগঞ্জ প্রতিনিধি

 

বিদ্যুৎমিস্ত্রি হত্যা মামলায় গ্রেফতার আরও ৩

সদর উপজেলার ফতুল্লায় বিদ্যুৎমিস্ত্রি হৃদয় (২৫) হত্যা মামলার আরও তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন পারভেজ ওরফে জামাই পারভেজ, দুলাল ও মাহবুব। এর আগে মামলার এজাহারনামীয় আসামি সেকান্দারকে গ্রেফতার করে পুলিশ। গতকাল তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে তিন দিন মঞ্জুর হয়। উল্লেখ্য, রবিবার ফতুল্লার হাজীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে হৃদয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন নিহতের ভাই হত্যা মামলা করেন। হৃদয় হাজীগঞ্জের উঁচাবাড়ীর খোকন মিয়ার ছেলে।-নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর