বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

হত্যা মামলায় দুই কিশোরের দন্ড

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মোংলায় হৃদয় (১৬) হত্যা মামলায় দায়ে দুই কিশোরকে সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত। শিশু হওয়ায় তাদের কারাগারে না রেখে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার আদেশ দেন বিচারক। বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূরে আলম আসামিদের উপস্থিতিতে গতকাল এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, মোংলা পৌরসভার মালগাজী এলাকার বাবুল হাওলাদারের ছেলে জিহাদুল ইসলাম জিহাদ (১৭) ও আমির হোসেনের ছেলে শাহীন হোসেন (১৭)। নিহত হৃদয় মোংলা পৌরসভার আবদুল হাই সড়কের দুলাল তালুকদারের ছেলে। মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রণজিৎ কুমার বলেন, খুনের শিকার হৃদয় এবং দন্ডিত জিহাদুল ও শাহীন পরস্পর বন্ধু ছিল।

তিনজনই ছিল মাদকাসক্ত। ঘটনার দিন ২০১৭ সালের ২৯ মে রাতে মাদকসেবন করা নিয়ে হৃদয়ের সঙ্গে শাহীন ও জিহাদের দ্ধন্ধ হয়। এর জেরে দুজনে মিলে হৃদয়কে মাথায় আঘাত করে পরে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় হৃদয়রের বাবা দুলাল তালুকদার অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মোংলা থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর