বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

ভালো নেই ত্রিপুরা জনগোষ্ঠী

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ভালো নেই ত্রিপুরা জনগোষ্ঠী

লালমাই পাহাড়। পাহাড়ের ঢালুতে তাদের বসবাস। ভালো নেই ত্রিপুরা জনগোষ্ঠী। ৫০ বছর আগে তাদের সংখ্যা কয়েক হাজার ছিল। তা এখন নেমে এসেছে কয়েক শতে। অনেকে নানা বিরূপ প্রভাবে চলে গেছেন ভারতের ত্রিপুরা রাজ্যে। এখন যারা আছেন তাদের অনেকের মাথা গোঁজার জায়গা থাকলেও নেই কৃষি জমি। অন্যের জমিতে কাজ করে জীবন চলে। এই সংখ্যা শতকরা ৮০ ভাগ। মাঠের কাজ না থাকলে তাদের জীবন চলে ধারদেনায়। নির্দিষ্ট কাজ থাকলে তারা এগিয়ে যেতে পারবেন বলে ত্রিপুরা জনগোষ্ঠীর নেতৃবৃন্দের দাবি। জানা যায়, লালমাই পাহাড়ঘেঁষা শালবন বৌদ্ধ বিহারের বিপরীতে, জামমুড়া, আদিনামুড়া ও হাতিগাড়া মুড়ার পাশের দক্ষিণ কাঁচারে তাদের বাস। এ ছাড়া কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কিছু ত্রিপুরা জনগোষ্ঠী বাস করেন।

সর্বশেষ খবর