বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

তিস্তার পানি বৃদ্ধিতে আতঙ্ক

প্রতিদিন ডেস্ক

উজানে ভারি বৃষ্টির কারণে গত তিন দিন ধরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে চর ও দ্বীপচরের নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে। গতকাল তিস্তার পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে তিস্তার চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। নিমজ্জিত হয়েছে বিভিন্ন ধরনের ফসলের খেত। এতে তিস্তার ৬৩ চরের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয়রা বলেন, তিস্তার উজানে ভারতীয় অংশে ভারি বৃষ্টির কারণে তিন দিন ধরে দ্রুত বৃদ্ধি পাচ্ছে পানি। ফলে রাজারহাটের চর খিতাব খাঁ, রাম হরি, চতুরা, উলিপুরের গোড়াই পিয়ার, চর বজরা, চাঁদনীসহ প্রায় ২০টি চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে পাট, বাদাম, সবজি ও বীজতলা নিমজ্জিত হয়েছে। পানি বাড়ায় বেড়েছে নদীভাঙনের তীব্রতা। খিতাব খাঁ, গতিয়াশ্যাম, দলদলিয়া ও বজরাসহ বিভিন্ন এলাকায় ২০টি পরিবারের ঘরবাড়ি ও বেশ কিছু ফসলি জমি বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে পড়েছে বাঁধ, রাস্তা ও গ্রোয়েন। লালমনিরহাট প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচপ্রকল্প হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৪৫ সেন্টিমিটার; যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। ডালিয়া পাউবো সূত্র জানায়, সকাল ৯টা থেকে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ খবর