বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী ও প্রথম স্ত্রী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে মারপিট ও নির্যাতনের মামলায় শিক্ষক স্বামী ও প্রথম স্ত্রীকে  গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া পুকুরপাড় বাসা থেকে তাদের গ্রেফতার করে। তারা হলেন উপজেলার দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন শাহ (৪০) ও তার প্রথম স্ত্রী সোনিয়া পারভীন মিনা (৩০)। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, উল্লাপাড়ার বেতকান্দি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে পাপিয়া সুলতানার সঙ্গে স্কুল শিক্ষক ইকবাল হোসেনের ২০২০ সালের আগস্টে বিয়ে হয়। এর আগে একই গ্রামের সোনিয়া পারভীন মিনার সঙ্গে ইকবালের বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর তাদের বিচ্ছেদ হয়েছিল। পাপিয়া সুলতানের সঙ্গে বিয়ের সময় ইকবালকে যৌতুক হিসেবে ৫ ভরি সোনার গহনা ও নগদ আড়াই লাখ টাকা দেওয়া হয়। কিন্তু তার পরেও ইকবাল পাপিয়ার কাছে দশ লাখ টাকার যৌতুক দাবি করে। এতে অসম্মতি জানালে পাপিয়াকে ইকবাল প্রায়শই মারধর করতেন।

সর্বশেষ খবর