বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ ছাড়াই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ কোটাধারীরা উচ্চ আদালতে ৬৬টি রিট আবেদন করেছেন। এর মধ্যে সিরাজগঞ্জের ১১ জন কোটাবঞ্চিত প্রার্থী বাদী হয়ে একটি রিট আবেদন করেন। বিচারাধীন এসব রিটের নিষ্পত্তি না হলেও সারা দেশে একযোগে ১৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। জানা যায়, ২০১৩ সালের নিয়োগ বিধিমালা মোতাবেক ২০১৮ সালে সারা দেশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বিধিমালার ৭-এর (ক) ধারায় বলা রয়েছে, মহিলা কোটা শতকরা ৬০ ভাগ, পোষ্য কোটা ২০ ভাগ ও পুরুষ কোটা ২০ ভাগ। এ অবস্থায় সারা দেশে প্রায় ২৪ লাখ প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন। ২০১৯ সালের নভেম্বরে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে সারা দেশে ৫৫ হাজার ২৯৫ আর সিরাজগঞ্জে ১ হাজার ৯৯৮ জন পাস করেন। এর মধ্যে সারা দেশে ১৮ হাজার ২৪৭ আর সিরাজগঞ্জে ৬৯৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এদিকে চূড়ান্ত ফলাফলে বিধিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ না করায় নিয়োগবঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ২০২০ সালের ২৬ জানুয়ারি সিরাজগঞ্জের সাথী খাতুনসহ ১১ নিয়োগপ্রার্থী ফলাফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। এ ছাড়া বিভিন্ন জেলায় আরও ৬৫টি রিট পিটিশন করা হয়।

সর্বশেষ খবর