শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

ক্লিনিকের ছাদ চুইয়ে পড়ছে পানি নষ্ট হচ্ছে ওষুধ আসবাবপত্র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ক্লিনিকের ছাদ চুইয়ে পড়ছে পানি নষ্ট হচ্ছে ওষুধ আসবাবপত্র

সরাইলে কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবন উদ্বোধনের আগেই ছাদ চুইয়ে পড়ছে পানি। বৃষ্টি এলে পানিতে ভিজে একাকার হয়ে যায় সব কক্ষ। নষ্ট হচ্ছে ওষুধ, আসবাবপত্র। ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ অবস্থা বলে অভিযোগ এলাকাবাসীর। উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইছারা গ্রামে পুনর্নির্মিত হয় কমিউনিটি ক্লিনিক। অভিযোগ আছে, নতুন ভবন নির্মাণে ব্যবহার করা হয়েছে পুরনো ভবনের ইটের খোয়া ও রাবিশ। সিমেন্টও দেওয়া হয়েছে নিম্নমানের। ব্যবহারের জন্য বসানো হয়েছে পুরনো পাম্প। দেয়ালে বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এর প্রতিকার চেয়ে ওই ক্লিনিকের কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মেহেরুন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো সরাইল উপজেলার বরইছারা গ্রামে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু করা হয়। কমিউনিটি-বেজড হেলথকেয়ার প্রকল্পের আওতায় এক তলা ভবন নির্মাণের জন্য ২০১৯-২০ অর্থবছরে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর থেকে ২৯ লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র আহ্‌বানের মাধ্যমে হুসাইন বিল্ডার্স নামে ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদার গত এপ্রিলে নির্মাণকাজ শেষ করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে ভবন হস্তান্তর করেন। এখনো উদ্বোধন হয়নি। এরই মধ্যে বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ছে। স্থানীয়রা জানান, কাজে রড ও ঢালাইয়ে সিমেন্টের পরিমাণ কম দেওয়া হয়েছে। ঢালাইয়ে ইটের গুঁড়ামিশ্রিত কংক্রিট ও নিম্নমানের বালু ব্যবহার করায় চুইয়ে বৃষ্টির পানি পড়ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হুসাইন বিল্ডার্সের স্বত্বাধিকারী হুসাইন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছোটখাটো সমস্যা থাকতেই পারে।’ জেলা স্বাস্থ্য সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার শীল বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। আমি ঠিকাদারকে বলেছি। তিনি বলছেন নতুন ঢালাই করে দেবেন।’

সর্বশেষ খবর