শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

সড়কে সাতজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে সাতজনের প্রাণহানি

নওগাঁয় দুর্ঘটনাকবলিত ট্রাক

সড়ক দুর্ঘটনায় গতকাল নারায়ণগঞ্জ, নওগাঁ, রাজশাহী, সিলেট ও খাগড়াছড়িতে  সাতজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- নারায়ণগঞ্জ : বন্দর উপজেলার কামতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, শফিকুল ও জাহিদ। তারা কামতলা এলাকার টোটাল ফ্যাশনের শ্রমিক। শ্রমিক নিহতের ঘটনায় টোটাল ফ্যাশনের শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করেন। নওগাঁ : মান্দায় বাস ও মিনি ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিনি ট্রাকের চালক রাজশাহীর মোহনপুর উপজেলার মাসুদ রানা (২৮) ও তার সহযোগী নোয়াখালীর সুবর্ণচর উপজেলার রাসেল (২০)। রাজশাহী : পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুস সামাদ (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত সামাদ পুঠিয়ার গোবিন্দনগর গ্রামের বাসিন্দা। সিলেট : বুধবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় পিকআপ চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহতের নাম শামীম মিয়া (৪৫)। তিনি বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজার এলাকার বাসিন্দা। খাগড়াছড়ি : দীঘিনালা উপজেলায় দুই মাহিন্দ্রার সংঘর্ষে হরিমোহন চাকমা (৭০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন। সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর