শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ

কার্যালয় বন্ধ, থানায় মামলা

গাজীপুরে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি টাকা হাতিয়ে নিয়ে গাঢাকা দিয়েছে একটি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। এ ঘটনায় দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মাকছুদের রহমান গতকাল এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- মিজানুর রহমান ও হাফিজুর রহমান। পিবিআইর পুলিশ সুপার মাকছুদের রহমান জানান, ২০১৯ সালে গাছা থানাধীন হাসেম মার্কেটে ‘বোর্ড বাজার প্রতিভা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি. নামে একটি অফিস ভাড়া নেন কয়েকজন। তারা এ সমিতির মাধ্যমে ঋণ প্রদানের লোভ দেখিয়ে ৬০০ জনকে সদস্য করেন। তাদের কাছ থেকে সঞ্চয়ের নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেন তারা। এ ঘটনায় জিএমপির গাছা থানায় মামলা করেন ভুক্তভোগী এক সদস্য।       -গাজীপুর প্রতিনিধি

মোটর পার্টসের চালানে ভায়াগ্রা

যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি করা মোটর পার্টসের চালানে মিলল ভায়াগ্রা পাউডার। চালানটি আটক করেছেন কাস্টমস সদস্যরা। জব্দ ভায়াগ্রা পাউডারের পরিমাণ প্রায় ২৬ কেজি। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার ভায়াগ্রা চালান আটকের তথ্য নিশ্চিত করে বলেন, কাস্টমস এ সংক্রান্ত একটি চিঠি তাদের দিয়ে পণ্য চালানটি নিজেদের জিম্মায় নিয়েছে। পরবর্তী ব্যবস্থা তারা গ্রহণ করবে। জানা যায়, গত বুধবার বিকালে বন্দরের ৪২ নম্বর পণ্যগার থেকে চালানটি জব্দ করেন কাস্টমস সদস্যরা। কাস্টমসের ল্যাবে প্রাথমিক পরীক্ষায় চালানটি ভায়াগ্রা বলে নিশ্চিত হন তারা। বেনাপোল কাস্টমস হাউস কর্মকর্তা নিয়ামুল ইসলাম জানান, এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কাস্টমসের ওই কর্মকর্তা। -বেনাপোল প্রতিনিধি

 

ছাত্রলীগ নেতার হাতের রগ কর্তন

হাসপাতালে ভর্তি

পটুয়াখালীর কলাপাড়ায় হাসান গাজী (৩৫) নামে এক ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কলাপাড়া বাসস্ট্যান্ডের চৌরাস্তায় গতকাল প্রকাশ্যে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসানকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসান গাজী উপজেলার চাকামইয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভপতি। চিকিৎসক জানান, হাসানের মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে।          -কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

 

শ্রমিক নিহতের গুজবে লঙ্কাকান্ড

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বন্দর উপজেলার কামতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই শ্রমিক নিহত হওয়ার গুজবকে কেন্দ্র করে লঙ্কাকান্ড ঘটেছে। সড়কে আহত চার শ্রমিকের মধ্যে দুজন মারা গেছেন এমন খবরে গতকাল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন বন্দরের টোটাল ফ্যাশনের শ্রমিকরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ে ও মদনপুর-মদনগঞ্জ সড়কে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঢাকা মেডিকেলে খোঁজ নিয়ে জানতে পারে আহতের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। কেউ মারা যায়নি।   -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর