শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

করোনার প্রভাবে পোরশায় আমের বাজারে ধস

নওগাঁ প্রতিনিধি

করোনার প্রভাবে পোরশায় আমের বাজারে ধস

ক্রেতার অপেক্ষায় এক আম ব্যবসায়ী

করোনাভাইরাস ও লকডাউনের প্রভাবে নওগাঁর পোরশায় আমের বাজারে ধস নেমেছে। বাইরের জেলা থেকে আসছেন না কোনো ক্রেতা। ভরা মৌসুমে আমের দাম না পেয়ে লোকসানের মুখে আম চাষি ও ব্যবসায়ীরা। বর্তমানে হিমসাগর, ন্যাংড়া, ফজলি ও আম্রপলি জাতের আম বাজারে কেনাবেচা চলছে। প্রতি মণ হিমসাগর ১২০০, ন্যাংড়া ৮০০ থেকে ৯০০, ফজলি ৭০০ থেকে ৮০০ টাকা ও আম্রপালি ১ হাজার থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এই সময় হিমসাগর আম বিক্রি হয়েছে মণপ্রতি ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এ ছাড়া ন্যাংড়ার মণ ৩ হাজার, ফজলি ২২০০ এবং আম্রপলি ৩ হাজার থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এ বছর বাজারে আমের ক্রেতা কম থাকায়, বিশেষ করে বিভিন্ন জেলায় কঠোর লকডাউনের কারণে বাইরের জেলা থেকে ক্রেতা আসতে পারেনি। বাইরের ক্রেতা না থাকায় এবার আমের দাম একেবারেই কম। পোরশা উপজেলার সারাইগাছী বাজারের আম ব্যবসায়ী সজল মিয়া জানান, আমের ভরা মৌসুমে বাজারে ক্রেতার উপস্থিতি স্বতঃস্ফ‚র্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। করোনা সংক্রমণ ও লকডাউনের প্রভাবে বাজারে শুধু ক্রেতাই কম নয়, ব্যাপাকভাবে কমেছে আমের দামও। আম পেকে গাছ থেকে পড়ে যাচ্ছে। ব্যবসায়ীরা গাছে বেশি দাম দিয়ে আম কিনে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সারাইগাছী বাজারে আম বিক্রি করতে আসা সবুজ জানান, করোনার মধ্যেও হাটে প্রচুর আম উঠছে। সে তুলনায় ক্রেতা নেই।

তাই আড়তদাররা আমের দাম দিচ্ছেন না। বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে।

সর্বশেষ খবর