শিরোনাম
শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

ভোগান্তি কাটেনি ডিএনডিবাসীর

পানিবন্দী কয়েক লাখ মানুষ॥ স্থবির জীবনযাত্রা

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ভোগান্তি কাটেনি ডিএনডিবাসীর

কয়েক দিনের টানা বৃষ্টিতে ডিএনডি এলাকায় জলাবদ্ধতা -বাংলাদেশ প্রতিদিন

কয়েক দিনের ভারি বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। ডুবে গেছে অনেক রাস্তা। বাড়িঘরে ঢুকেছে পানি। স্বাভাবিক জীবনযাত্রা স্থবির মানুষের। প্রতিকার চেয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলীর বাসিন্দারা মঙ্গলবার শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়ক ব্যারিকেড দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল, পাইনাদী নতুন মহল্লা, ধনুহাজী রোড, পাগলাবাড়ী, মিজমিজি, বাতানপাড়া, কদমতলী, কান্দাপাড়া, সাহেবপাড়া, সানারপাড়, নিমাইকাশারী, পাঠানটুলি, গোদনাইল, ধনকুন্ডা, জালকুড়ি, তালতলা, আদর্শনগর, বাঘমারা, মৌচাক ও ফতুল্লার ভুঁইগড়, দেলপাড়া, লালপুর, পৌষাপুকুর, সস্তাপুর, লালখাঁ, ওয়াপদার পুল, উত্তর মাসদাইর, তুষারধারা, লামাপাড়া, রামারবাগ, নয়ামাটি, কুতুবপুর, পাগলা চিতাশাল এলাকা জলাবদ্ধ। এসব এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট দীর্ঘদিন ডুবে থাকায় বদ্ধপানি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ, আমাশয়সহ পানিবাহিত রোগব্যাধি। গতকাল শিমরাইলে পাম্প হাউসে গিয়ে দেখা গেছে চারটি পাম্পের মধ্যে তিনটি দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে। একটি পাম্প নষ্ট। পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, ‘আমরা তিনটি পাম্প দিয়ে পানি নিষ্কাশন করছি। বাকিটি দ্রুত মেরামতের চেষ্টা করছি। ময়লার কারণে পানি নিষ্কাশন করতে আমাদেরও প্রতিবন্ধতার মুখে পড়তে হচ্ছে।’ ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন জানান, সম্প্রতি ডিএনডি সমস্যা সমাধানে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ ডি এম রাহিমা আক্তার বলেন, ‘আমরা ডিএনডির পাম্প হাউসে অতিরিক্ত পাম্প লাগিয়ে সেচ করার পরামর্শ দিয়েছি। এর একটি স্থায়ী সমাধান দরকার। কী কারণে এ জলাবদ্ধতা তা নির্ণয়ে ১১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। কমিটি কাজ করছে। আমরা এ সমস্যা যে কোনো মূল্যে সমাধান করব।’

সর্বশেষ খবর