শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

ভোগান্তিতে ১০ গ্রামের বাসিন্দা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

ভোগান্তিতে ১০ গ্রামের বাসিন্দা

নির্মাণের ১৫ বছরের মাথায় কোটি টাকার লোহার সেতুটি আপনা-আপনি ভেঙে নদীতে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০ গ্রামের হাজার হাজার মানুষ। দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। জানা গেছে, আমতলী সদর ও চাওড়া ইউনিয়নের মধ্য দিয়ে বদ্ধ চাওড়া খালে দুই ইউনিয়নের সংযোগ স্থাপনে স্থানীয় ঠিকাদার আহসান ম্যালাকার বাড়ির সামনে ২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর লোহার সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ১ কোটি টাকা ব্যয়ে ওই সেতু নির্মাণের দরপত্র আহ্‌বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। এ ছাড়া ঠিকাদারের বাড়ির সামনে সেতু নির্মাণে স্থানীয় প্রকৌশল অফিসের কোনো তদারকি ছিল না। ঠিকাদার নিজের ইচ্ছামতো নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সেতু নির্মাণ করেছেন এমন অভিযোগ স্থানীয়দের। কার্যাদেশে ইআই পোস্ট (রেলপোস্ট) দেওয়ার কথা থাকলেও ঠিকাদার স্থানীয়ভাবে লোহার প্লেট দিয়ে ফাঁপা পোস্ট তৈরি করে সেতু নির্মাণ করেছেন। এ ছাড়া নিম্নমানের লোহার বিম সেতু নির্মাণে ব্যবহার করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন, পোস্ট যতটুকু গভীরতা দেওয়ার কথা তা দেয়নি ঠিকাদার শামিম। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সেতুর কাজের শুরুতেই স্থানীয়রা বাধা দেয়। কিন্তু এতে ঠিকাদারের তোপের মুখে পড়েন তারা- এমন অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তির। নির্মাণের তিন বছরের মাথায় ২০০৯ সালে ওই সেতুর মাঝখান দেবে যায়। সেতু দেবে যাওয়ার বিষয়টি তৎকালীন উপজেলা প্রকৌশলী মো. আতিয়ার রহমানকে স্থানীয়রা জানালেও তিনি তাতে কর্ণপাত করেনি।

সর্বশেষ খবর