শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

ভারতে আটকে পড়া ১৯০০ বাংলাদেশি ফিরেছেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতে আটকে পড়া ১৯০০ বাংলাদেশি ফিরেছেন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের যাতায়াত অব্যাহত রয়েছে। তবে ভারত ফেরত পাসপোর্টধারী বাংলাদেশীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ থেকে এখন পর্যন্ত আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ১ হাজার ৯৩৮ জন বাংলাদেশে ফিরেছেন। ভারত থেকে আগতদের মধ্যে এখন পর্যন্ত ৫৪ জনের করোনা পজেটিভ এসেছে। তবে এদের মধ্য থেকে ইতিমধ্যে ২৪ জন করোনা নেগেটিভ হয়েছেন। বাকিদের আইসোলেশনে রাখা হয়েছে। আখাউড়া ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের নো-অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তিপত্র (এওসি) ছাড়পত্র নিয়ে  দেশে ফিরছেন বাংলাদেশিরা। সূত্র জানায়, ভারত ফেরত বাংলাদেশি নাগরিকদের ব্রাহ্মণবাড়িয়ার সাতটি আবাসিক হোটেল, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, আখাউড়া পৌরশহরের ৪টি আবাসিক হোটেল, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং জেলা বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। 

সর্বশেষ খবর