শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

কয়েক গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

কয়েক গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈরের সীমান্তবর্তী কয়েক গ্রামের লোকজনের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল সকালে ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের আজিমনগর মোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজিমনগর মোড়া এলাকা কুমার নদের পাড়ে অবস্থিত। নদের পশ্চিম পাড়ে রাজৈর থানার পাইকপাড়া ইউনিয়ন। আজিমনগর মোড়ায় ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের মাথাপাড়া গ্রামের আক্কাস খানের গ্যারেজে পাইকপাড়া ইউনিয়নের শ্রীফলতলী গ্রামের জাহাঙ্গীর হোসেন একটি শ্যালো মেশিন দেন বিক্রির জন্য। কথা ছিল মেশিন বিক্রি করে জাহাঙ্গীরকে টাকা দিয়ে দেবেন আক্কাস। গত বুধবার পর্যন্ত মেশিনটি বিক্রি না হওয়ায় ওই দিন রাতে আক্কাসকে ফোন দিয়ে গালাগালি করেন জাহাঙ্গীর। এর জেরে গতকাল কালামৃধা ও পাইকপাড়া ইউনিয়নের কয়েক গ্রামের লোক সংঘর্ষে জড়ান। এতে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। তারা ভাঙ্গা ও রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন।

ভাঙ্গা থানার ওসি বলেন, ভাঙ্গা ও রাজৈর থানার পুলিশ শর্টগানের গুলি ও সাউন্ড গ্রেনড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর