শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

সড়কে ঝরল সাত প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল সাত প্রাণ

সড়ক দুর্ঘটনায় গতকাল জামালপুর, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বরগুনা ও গাজীপুরে সাতজনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- জামালপুর : সরিষাবাড়ী উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার বাউসী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ডিগ্রীপাচবাড়ী গ্রামের শহিদুল্লাহর ছেলে কবীর হোসেন (১৮) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার তেলকি কাঁঠালবাড়ি গ্রামের আবদুস ছাত্তারের ছেলে সেলিম মিয়া (২০)। এ সময় চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে। চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় দিশান উদ্দিন নামে এক তরুণ নিহত হয়েছেন। সকালে মহাসড়কের মিরসরাই সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিশান গোপালগঞ্জ সদরের সোনাকোড় সিদকার বাড়ির তুহিন আলমের ছেলে। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় সকালে ট্রাকচাপায় আমিনুল ইসলাম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আমিনুল সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সাটিকাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় হোমিও চিকিৎসক। বরগুনা : মোটরসাইকেলের ধাক্কায় শৈলেন চন্দ্র শীল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে বরগুনার পুলিশ লাইন্স সড়কের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে এ ঘটনা ঘটে। নিহত শৈলেন চন্দ্র শীল পাথরঘাটা কাকচিড়া ইউনিয়নের বাসিন্দা।

শ্রীপুর (গাজীপুর) : দুপুরে শ্রীপুরের মাওনা-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কের সোহাদিয়া গ্রামে লড়ি-অটোরিক্সার সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম (৪০) কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার তারাকান্দি গ্রামের বাসিন্দা। কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে ট্্রাক-সিএনজি সংঘর্ষে সরোয়ার মোরশেদ (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি ড্রাইভার গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকালে উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার টান বড়ইবাড়ি এলাকার বাসিন্দা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর