শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ভাড়াটে খুনি দিয়ে ছেলেকে হত্যা, বাবা গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহারাম গ্রামে নেশাগ্রস্ত ছেলেকে খুনি ভাড়া করে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাবা মোহাম্মদ আলীকে। গত বুধবার রাতে মোহাম্মদ আলীকে গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে জেলাহাজতে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। পুলিশ জানায়, গত ২১ মে তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম নদীর পাড়ে মাহারাম গ্রামের জাহাঙ্গীর আলম খুন হন। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আলী প্রতিবেশী আহসান হাবিব, সোলাইমান ও তৌফিকুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার সময় খুনের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ হয় পুলিশের। পরে সুরুজ মিয়া নামে এক সন্দেহভাজনকে আটক করা হয়। সুরুজ মিয়া পুলিশের কাছে স্বীকার করে, এই খুনের ঘটনার সঙ্গে তিনি জড়িত। জাহাঙ্গীর আলম নেশা করতেন। পরিবারের লোকজনকে অত্যাচার করতেন তিনি। ছেলের অত্যাচার থেকে রেহাই পেতে মোহাম্মদ আলী তাকে (সুরুজ) ও সেকান্দার আলী নামে অপর একজনকে ২০ হাজার টাকায় ভাড়া করে ছেলেকে খুন করান।        -সুনামগঞ্জ প্রতিনিধি

 

ছয়টি ড্রেজার পুড়িয়ে দিল গ্রামবাসী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়টি ড্রেজারে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী। গতকাল বিকালে উপজেলার ব্রহ্মপুত্র নদ এলাকার কয়েকটি গ্রামের এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার প্রভাকরদী, ব্রাহ্মণদী ব্রহ্মপুত্র নদ এলাকায় এ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে প্রভাকরদী গ্রাম, মনোহরদী, বালিয়াপাড়া বাজারসহ কয়েকটি গ্রামের নদীর পাড় হুমকির মুখে পড়ে। এতেই ক্ষুব্ধ হয়ে উত্তেজিত এলাকাবাসী হামলা চালিয়ে ৬টি ড্রেজারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এবং আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।                 -আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

সাংবাদিক মারধরের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিয়াজ হোসেন নামে এক সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রিয়াজের ভাই তাইজুল ইসলাম রূপগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনকে হত্যাচেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ হামলাকারীদের গ্রেফতারে তৎপর রয়েছে। আশা করছি খুব শিগগিরই হত্যচেষ্টাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হব। গত ২২ জুন রাত ১২টার দিকে কাঞ্চন বাজারে অজ্ঞাত ৪-৫ জন সন্ত্রাসী সাংবাদিক রিয়াজকে মারধর করে। এ সময় একজন তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তিনি ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।           -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

গৃহবধূকে হত্যা, স্বামী আটক

কক্সবাজারের পেকুয়ায় মর্জিনা আক্তার (২০) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। পেকুয়া উপজেলার নতুনঘোনা এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মর্জিনা ওই এলাকার দিদারুল ইসলামের স্ত্রী।             হত্যার ঘটনায় জড়িত অভিযোগে স্বামী দিদারুলকে আটক করা হয়েছে।

মর্জিনার বাবা আশরাফ আলী বলেন, তিন দিন আগে তার মেয়ে বাপের বাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকালে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যায় মর্জিনা। রাত ১২টার দিকে মেয়ের জামাই জানায়, মর্জিনা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে। গিয়ে দেখি মেয়ের নিথর দেহ। গলায় আঘাতের চিহ্ন। নাক দিয়ে বের হচ্ছে। বিষয়টি থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে। মর্জিনার মা বলেন, তার মেয়েকে ওরা মেরে ফেলেছে। তিনি এ হত্যার বিচার চান। পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দিদারুল ইসলাম পুলিশ হেফাজতে রয়েছে।              -চকরিয়া প্রতিনিধি

 

ভাঙ্গায় খননযন্ত্র ভাঙচুর

ফরিদপুরের ভাঙ্গায় দুটি খননযন্ত্র ভাঙচুর এবং পাইপ নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার হামিরদী ইউনিয়নের সেনকান্দা গ্রামে ঘাগুটিয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) সজিব আহমেদ।

এলাকাবাসী জানায়, ভাঙ্গার বিবিরকান্দা গ্রামের ইলিয়াস মিয়া ওই নদীতে দুটি খননযন্ত্র বসিয়ে নদী থেকে বালু তুলে বিক্রি করছিলেন। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চলিয়ে দুটি খননযন্ত্র নষ্ট করে দেয়। এ সময় মালিক ও শ্রমিকরা পালিয়ে যান। -ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর