শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

সড়ক বন্ধ করে ভূমিহীন পরিবারের ঘর নির্মাণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সড়ক বন্ধ করে ভূমিহীন পরিবারের ঘর নির্মাণ

নালিতাবাড়ী উপজেলা শহরের ঐতিহ্যবাহী মেহগনি সড়কে ঘর বানিয়ে বসবাস করছে ১৪ ভূমিহীন পরিবার। যাদের প্রকৃত অর্থেই মাথা গোঁজার ঠাঁই নেই। পরিবারগুলোর অর্ধশতাধিক সদস্যের মানবেতর দিন কাটছে। রয়েছে উচ্ছেদ আতঙ্কও। এদিকে সড়কে পরিবারগুলো আশ্রয় নেওয়ায় সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটছে। এলাকাবাসী জানান, সড়কে বসবাসরত পরিবারগুলোর ঘরে পানি নেই, বিদ্যুৎ নেই। রয়েছে উচ্ছেদ হওয়ার আতঙ্ক। কারণ সড়কের ওপর টিনশেড ঘর করে বসবাস করায় প্রায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে চলাচল। এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে সড়কটি দখলমুক্ত করে সাধারণের চলাচলের উপযোগী করার। মেহগনি সড়কে বসবাস করা জাহানারা বেগম বলেন, নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে তারা সবাই ভূমিহীন হয়ে পড়েন। তখন আশ্রয় নেন নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের জায়গায়। দীর্ঘ ১১ বছর সেখানে অবস্থান করার পর ইউনিয়নের আংশিক পৌরসভার অন্তর্ভুক্ত হলে তাদের উচ্ছেদ করা হয়।

সর্বশেষ খবর