রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

রাসিকের ১০৮০ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আয় ও ব্যয় সমপরিমাণ ধরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২১-২২ অর্থবছরের ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সাধারণ সভায় (বাজেট সভা) এ বাজেট অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সভায় ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদিত হয়। ২০২০-২১ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৫৬১ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৩৭ টাকা। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ সরকার টেকন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমানসহ কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির কারণে এবার সংবাদ সম্মেলন করা হয়নি। সভায় রাসিক মেয়র বলেন, ‘২০১৮ সালের ৩০ জুলাই নির্বাচিত হয়ে ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করি।           

এরপর আমি ও আমার পরিষদ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজশাহীকে আধুনিক, উন্নত, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও মডেল মহানগরী হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করি।’

সর্বশেষ খবর