রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

ইট তৈরিতে হয়রানি বন্ধের দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি

ইট প্রস্তুত শিল্পে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ইটভাটা মালিকরা। গতকাল দুপুরে সুনামগঞ্জ শহরের মুক্তারপাড়ায় এক মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় ইট প্রস্তুকারক মালিক গ্রুপের নেতারা এ দাবি জানান। বক্তারা বলেন, পরিবেশ-প্রতিবেশ রক্ষার নামে বিধিবিধানের বেড়াজালে পড়ে ঘাটে ঘাটে হয়রানি হতে হয় মালিকদের। অথচ লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিসহ দেশের অবকাঠামোগত উন্নয়নে মুখ্য ভূমিকা রাখছে ইটপ্রস্তুত শিল্প। তারা হয়রানি বন্ধে সরকারের কাছে জোর দাবি জানান। সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি শামসুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

সর্বশেষ খবর