শিরোনাম
রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ছাত্রলীগ নেতার বাসায় ককটেল হামলার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী এক ছাত্রলীগ নেতার বাসায় ককটেল হামলার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি পটকা উদ্ধার করেছে। বসুরহাট পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের হ্যাপী মহলে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন সজল বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ও তার ঘোষিত উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা আক্তার হ্যাপীর ছেলে। সজল অভিযোগ করে বলেন, আজ (শনিবার) দুপুরে ৮-১০ জন লোক হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলে তার বাসার সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ এসে দুটি অবিস্ফোরিত ককটেল ঘটনাস্থল থেকে উদ্ধার করে। কাদের মির্জার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অনুসারী ফখরুল ইসলাম রাহাত জানান, পৌর এলাকার মধ্যে কাদের মির্জার অনুসারীদের বাড়িতে ককটেল হামলার অভিযোগ সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়। তবুও আমরা প্রশাসনকে বলব বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিক। কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল ও দুটি পটকা উদ্ধার করা হয়েছে।       -নোয়াখালী প্রতিনিধি

 

কাঁদলেন মা, ফিরে পাওয়ার দাবি  জানালেন শিশুসন্তানকে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছোটতুলা গ্রাম থেকে অপহরণ হয় খাদিজা (৫)। শিশুকন্যাকে ফিরে পেতে গতকাল সংবাদ সম্মেলন করেন মা। চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মা ফাতেমা আক্তার তার মেয়েকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। জানা যায়, গত ১১ এপ্রিল শিশু খাদিজাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় খাদিজার মা ফাতেমা ওই দিনই শাহারাস্তি থানায় সাধারণ ডায়েরি করেন। ৭ মে আদালতে মামলা করার পর দুই আসামিকে আটক করে পুলিশ। তিন দিনের রিমান্ডে তারা স্বীকারোক্তি প্রদান করেন। যার ভিত্তিতে মামলাটি পিবিআইর হাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে পুলিশ অজ্ঞাত হিসেবে সরোয়ার, হিমাংশু, একরাম ও হালিমাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। আসামিদের দেওয়া তথ্যমতে জনৈক সুমন কবিরাজের কাছে       শিশু খাদিজা আটক রয়েছে। পুলিশ সুমনকে খুঁজে পাচ্ছে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সহ-সভাপতি সোহের রুশদী, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আহসান  উল্যাহ প্রমুখ।                 -চাঁদপুর প্রতিনিধি

নদীতে নিখোঁজের দুই দিন পর ভেসে উঠল লাশ

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ ভেসে উঠল নদীতে। শীতলক্ষ্যা নদীর কাপাসিয়ার ফকির মজনু শাহ সেতুর নিচে গতকাল লাশটি ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ। মৃত বিশ্বজিৎ শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের বিনয় বাসফোরের ছেলে। গত বৃহস্পতিবার তিনি বন্ধুদের সঙ্গে গোসিংগার শীতলক্ষ্যা নদীর শাহ সিমেন্ট ঘাটে গোসল করতে নেমে তলিয়ে যান। টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিশ্বজিতের নিখোঁজের খবর দিলে ওই দিন সন্ধ্যায় ডুবুরিদল বিশ্বজিৎকে খুঁজতে নদীতে তল্লাশি চালায়। সন্ধান না পাওয়ায় শুক্রবার সকাল থেকে আবারও চলে অভিযান। এরপরও বিশ্বজিতকে উদ্ধার করতে না পেরে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।                 -শ্রীপুর প্রতিনিধি

 

রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ-সড়ক অবরোধ

বরিশালের উজিরপুর উপজেলায় বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় একটি বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রাম থেকে বাসুদেব চক্রবর্তীর লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টিকে হত্যাকান্ড বলে দাবি করেছে নিহতের স্বজনরা। এই হত্যাকান্ডে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার দাবিতে জামবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। নিহতের স্বজনদের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে জমির বিরোধীয় প্রতিপক্ষরা তাকে ডেকে নিয়ে যায়। পরে জামবাড়ি সড়কের ওপর অসুস্থ অবস্থায় পড়ে আছে খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন তিনি। পুলিশ জানায়, পরকীয়ার টানে ওই গ্রামের এক নারীর সঙ্গে দেখা করতে গিয়েছিল বাসুদেব। পথে সে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। বাসুদেবের বড় ভাই নিখিল চক্রবর্তী হারতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান জানান, বাসুদেব চক্রবর্তীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।       -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর