রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

রাবির রুটিন ভিসির প্রতিবেদন প্রত্যাহার চান সেই ১৩৮ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহানের হাতে ৫ মে নিযুক্ত ১৩৮ জন বলেছেন, রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা তাদের বিরুদ্ধে যে প্রতিবেদন দাখিল করেছেন তা প্রত্যাহার করতে হবে। সোবহান নিযুক্ত ওই ১৩৮ জনের পক্ষ থেকে গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়েছে। তারা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৫ মে সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহান ১৯৭৩-এর অধ্যাদেশ ১২ (৫) অনুযায়ী তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে শূন্যপদের বিপরীতে ১৩৮ জনবল নিয়োগ দেন। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আমরা নিয়োগপত্র হাতে পাওয়ার পর ৬ মে নিজ নিজ দফতরে যোগদান করি। পরিতাপের বিষয়, সাবেক উপাচার্যের মেয়াদ শেষ হলে রুটিন উপাচার্য আমাদের যোগদানকে “অবৈধ” বলে আখ্যা দেওয়ার চেষ্টা করে নানা অজুহাতে আমাদের কর্মস্থলে যোগদান থেকে বিরত রেখেছেন। ১৯৭৩-এর অধ্যাদেশমতে রুটিন উপাচার্য এ ধরনের সিদ্ধান্ত দিতে পারেন না।’ নিয়োগপ্রাপ্তরা বলেন, ‘আমরা হতবাক হয়েছি রুটিন ভিসি ২৪ জুন শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগসংক্রান্ত যে প্রতিবেদন দেন তা মিথ্যার আলোকে সাজানো এবং ’৭৩-এর অ্যাক্টের ভুল ব্যাখ্যায় ভরপুর।

এ ধরনের ভুল ব্যাখ্যায় ভরা প্রতিবেদন মন্ত্রণালয়কে দেওয়া ষড়যন্ত্রের একটি অংশ। আমরা এর তীব্র প্রতিবাদ এবং ওই প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানাই।’

সর্বশেষ খবর