সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

প্রণোদনার টাকা বিতরণে অনিয়ম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নন-এমপিওভুক্ত শিক্ষকরা প্রণোদনার টাকা না পেয়ে শিক্ষামন্ত্রীসহ ১৬ দফতরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে দাবি করা হয়েছে, নন-এমপিও শিক্ষকদের করোনাকালীন প্রণোদনার ভাতা প্রকৃত শিক্ষকদের না দিয়ে ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দেওয়া হয়েছে। অভিযোগ আছে, শিক্ষকদের প্রণোদনার টাকা দেওয়ার বিনিময়ে ঘুষ দাবি করা হয়।

 হবে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে মোবাইলে ডেকে নিয়ে ঘুষ দাবি করা হয়। ঘুষ না দেওয়ায় তাদের টাকাও দেওয়া হয়নি। শৈলকুপার চরপরমান্দপুর মাদরাসার শিক্ষক হাফিজা খাতুন, বিষ্ণুপুর মাদরাসার মিজানুর রহমান, রাবেয়া খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুমি খাতুন অভিযোগ করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহম্মেদ দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। জেলা শিক্ষা কর্মকর্তা তাসলিমা খাতুন জানান, শামীম আহম্মেদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। নতুন যোগদান করার কারণে দাপ্তরিক নানা কাজে আমি চাপে আছি। বিষয়টি তদন্ত করা হবে। শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহম্মেদ খান বলেন, উত্থাপিত অভিযোগ সত্য নয়। আর টাকা যদি নিয়েই থাকি তারা প্রমাণ করুক। কারণ করোনায় প্রণোদনার টাকা বাংলাদেশ ব্যাংক থেকে আসে। আত্মসাৎ করার কোনো সুযোগ েেনই। তিনি বলেন, যারা অভিযোগ করছেন তাদের নাম ইউএনওর নেতৃত্বে গঠিত উপজেলা কমিটি বাদ দিয়েছে। আমার বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছে।

 

সর্বশেষ খবর