বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

৪২ জাতের লেবু ব্যাংক

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

৪২ জাতের লেবু ব্যাংক

শুশুন্ডা। কুমিল্লার বরুড়া উপজেলার একটি গ্রাম। গ্রামের সুয়া মিয়া নামের একজন কৃষক একসঙ্গে ৪২ জাতের লেবু চাষ করছেন। স্থানীয়রা অনেকে তার এই সংগ্রহকে লেবু ব্যাংকও বলে থাকেন। জেলার আর কোথাও এত জাতের লেবু চাষ করা হয় কি না তা কৃষি কর্মকর্তারাও নিশ্চিত করতে পারেননি। এই লেবুতে তার সংসার চলে। এসেছে সচ্ছলতা। তার লেবু নিয়ে গবেষণা করছেন কৃষি বিভাগ। সরেজমিন দেখা যায়, বরুড়া পৌরসভা কার্যালয় সংলগ্ন গ্রাম শুশুন্ডা। ব্যতিক্রম সব জাতের লেবু চাষের কারণে শুশুন্ডা গ্রামের সুয়া মিয়াকে উপজেলা সদরের প্রায় সবাই চেনেন। বাড়ির আঙিনায় তার বড় লেবুর বাগান। এ ছাড়া তার আরও চার খন্ডে রয়েছে লেবু বাগান। তিনি এক একর তিন শতক জমিতে লেবুর চাষ করছেন। লেবু বাগানে ঢুকতে নাকে মিষ্টি সব ঘ্রাণ এসে লাগে। গাছে ঝুলছে ছোট, মাঝারি, বড় আকার ও নানা জাতের লেবু। সুয়া মিয়া বলেন, ১১ বছর সৌদি আরবে ছিলেন। রোজগার করে খেয়ে ফেলেছেন। সঞ্চয় করতে পারেননি। বাড়িতে এসে মনে করলেন কিছু করবেন। সে চিন্তায় চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় গিয়ে লেবু চাষ দেখলেন। এলাকায় এসে লেবু চাষ শুরু করলেন। এ ছাড়া স্বজনের মাধ্যমে বিদেশ থেকে লেবুর জাত আনেন। কৃষি অফিসও তাকে বিভিন্ন জাত সরবরাহ করেছে। তিনি ১৫ বছর ধরে লেবু চাষ করছেন। তার বাগানে ৪২ জাতের লেবু আছে। এখন তিনি সারা বছর লেবু বিক্রি করেন। তার প্রথমে জমি তৈরি ও চারা লাগানো, কৃষি শ্রমিকে ২ লাখ টাকার মতো খরচ হয়েছে। এখন তিনি প্রতি বছর লাখ টাকা খরচ বাদ দিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা আয় করেন। গাছের কলমও বিক্রি করেন লক্ষাধিক টাকার। এ ছাড়া লেবু বাগানে থানকুনি, হলুদ, আদা, ডাঁটা, পুঁইশাক, পাটশাকসহ বিভিন্ন সবজি চাষ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর