বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

লকডাউনেও স্বাভাবিক হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

দিনাজপুর প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণ রোধে হিলিতেও লকডাউন শুরু হয়েছে। তবে এতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি। স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ জানান, সারা দেশে লকডাউন শুরু হলেও বন্দরের কার্যক্রম বন্ধে কোনো নির্দেশনা আসেনি। ফলে সকাল থেকে প্রতিদিনের মতো এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি চালু রয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই কার্যক্রম চলছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো প্রবেশের সঙ্গে সঙ্গেই তা জীবাণুমুক্ত করা হচ্ছে এবং দূর থেকে ঝুড়ির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ট্রাক থেকে কাগজপত্র সংগ্রহ করা হয়। স্থলবন্দরে মাস্ক ও গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও জানান, ভারতীয় ট্রাকচালকদের জন্য নির্ধারিত জায়গা করে দেওয়া হয়েছে। সেখানে তাদের রাখা হচ্ছে।

সর্বশেষ খবর