শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভাঙা সড়কে জনদুর্ভোগ

আবদুর রহমান টুলু, বগুড়া

ভাঙা সড়কে জনদুর্ভোগ

সান্তাহার-জয়পুরহাট বেহাল সড়কে উল্টে যাওয়া গাড়ি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-জয়পুরহাট সড়কের ছাতিয়ানগ্রাম অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির পিচ-পাথর উঠে এবড়োখেবড়ো হওয়ায় যানচলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। গাড়ি উল্টে প্রায়ই লেগে থাকছে যানজট। আঞ্চলিক এ সড়ক দিয়ে সান্তাহার হয়ে সরাসরি জয়পুরহাট জেলার সঙ্গে প্রতিনিয়ত চলাচল করেন অর্ধলাখ মানুষ। তাদের দুর্ভোগের যেন শেষ নেই। স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

জানা যায়, বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে জয়পুরহাটের তিলকপুর, আক্কেলপুর, জামালগঞ্জ, জাফরপুর হয়ে জয়পুরহাট জেলা সদরে যাতায়াতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। কৃষিপণ্য পরিবহনেও ভূমিকা রাখছে সান্তাহার-জয়পুরহাট সড়ক। সংস্কারের অভাবে সড়কটিতে চলাচল বন্ধ হয়ে গেলে সান্তাহারবাসীকে প্রায় ২০ কিলোমিটার ঘুরে জয়পুরহাট এবং জয়পুরহাটবাসীকে একই দূরত্ব অতিক্রম করে সান্তাহার পৌঁছাতে হবে। সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন সড়কটি সংস্কার বা মেরামত না করায় বগুড়ার সান্তাহারের ছাতিয়ানগ্রাম অংশে প্রায় চার কিলোমিটার চলার অযোগ্য হয়ে পড়েছে। এই অংশে একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতে গর্তগুলো পানিতে ভরে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সান্তাহার পৌরসভা অংশ থেকে ছাতিয়ানগ্রাম বাজার পর্যন্ত রাস্তাটির বেশিরভাগ জায়গায় কার্পেটিং উঠে গেছে। গর্তে যানবাহনের চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন চালকরা। গত এক সপ্তাহে এ সড়কে ১০-১২টি ছোটবড় যানবাহন উল্টে পড়েছে। আহত হয়েছে অনেকে। সিএনজিচালিত অটোরিকশচালকরা এই সড়কে যাতায়াতে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে।  বগুড়ার আদমদীঘি উপজেলা এলজিইডির প্রকৌশলী সাজেদুর রহমান জানান, সান্তাহার-জয়পুরহাট সড়কের ওই অংশ সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। চলতি বর্ষা মৌসুম শেষ হলে কাজ শুরু হবে। আপাতত গর্তে ইট ফেলে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হচ্ছে। বৃষ্টির কারণে তাও টিকছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর