শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

নামেই ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

নামেই ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স

গত পনেরো বছর ধরে নষ্ট হয়ে আছে এক্সরে মেশিন। নেই এক্সরে টেকনেশিয়ান। সনোলজিস্ট্র না থাকায় অকেজো পড়ে আছে আলট্রাসনোগ্রাম মেশিন। টেকনেশিয়ান না থাকায় ইসিজি মেশিনটিও অকেজো। শূন্য রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (গাইনি), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও জুনিয়র কনসালট্যান্ট (এনেসথেসিয়া) পদ। আউট ডোর ইনডোরে রয়েছে চিকিৎসক সংকট। পর্যাপ্ত জনবল নেই প্যাথলজি বিভাগে। এতে করে ব্যবহৃত এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। জানা যায়, ২০১২ সালের ৩১ শয্যার জনবল দিয়েই এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শষ্যায় কার্যক্রম চালু হয়। কিন্তু দীর্ঘ নয় বছরেও ৫০ শষ্যার জনবলের নতুন পদ সৃষ্টি করা হয়নি। এই নয় বছরে নতুন পদ সৃষ্টির জন্য ছয় বার আবেদন জানানো হয়। সর্বশেষ গত বছরের মার্চ মাসে আবারও জেলা সিভিল সার্জন অফিসে চিঠি পাঠানো হয়। বর্তমানে ৩১ শয্যার জনবলও এখানে নেই।  ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এ উপজেলায় মোট জনসংখ্যা ৩ লাখ ১৮ হাজার ২৪ জন। এর মধ্যে দারিদ্র্যসীমার নিচে রয়েছে ১১ শতাংশ মানুষ। এ ছাড়া এ উপজেলার রয়েছে বিপুল সংখ্যক চা জনগোষ্ঠী।

সর্বশেষ খবর