শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

তিন ছেলে মিলে বাবাকে কুপিয়ে হত্যা 

সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে সিলেটের গোলাপগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তিন ছেলের বিরুদ্ধে। গতকাল রাত ৮টার দিকে উপজেলার ঘা ইউনিয়নের পরগনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া (৫৫) একই গ্রামের বাসিন্দা।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, তোতা মিয়া ১৫ দিন আগে প্রথম স্ত্রী দিলারা বেগমকে তালাক দিয়ে নতুন বিয়ে করেন। এ নিয়ে গতকাল সন্ধ্যায় তার তিন ছেলে মাসুম আহমদ, তামিম আহমদ ও নাজিমের সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে রাত ৮টার দিকে ছেলেদের মারধর ও দায়ের কোপে তোতা মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।    -নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

কক্সবাজারের পেকুয়া উপজেলার সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, জয়নাল আবদীন, রুহুল আমিন, শামিম, তারেক জিয়া, জামাল তামিম, তাওহীদুল ও আবু ছৈয়দ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নিজ গ্যারেজে একটি অটোরিকশা মেরামত করছিলেন রুহুল আমিন। এ সময় গাড়ির সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আটজন দগ্ধ হন। পরে তাদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, বিস্ফোরণের বিষয়টি পুলিশ        তদন্ত করছেন।         -চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সুন্দরবনে দুই অজগর অবমুক্ত

বাগেরহাটের লোকালয় থেকে উদ্ধার হওয়া দুটি অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জে এগুলো অবমুক্ত করা হয়েছে। এর আগে দুপুরে শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়া থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন জানান, শরণখোলার খুড়িয়াখালী গ্রামের দেলোয়ার পহলানের বাড়ির বাগানে বেড়ার জালে ৬ ফুট লম্বা ও ৮ কেজি ওজনের একটি অজগর আটকে যায়। একই দিন বিকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবুনিয়া গ্রামের ইব্রাহীমের বাড়ি থেকে ১৫ ফুট লম্বা এবং ৩৫ কেজি ওজনের আরেকটি অজগর উদ্ধার করা হয়।           -বাগেরহাট প্রতিনিধি 

লকডাউনে সুন্নতে খতনা খাবার পেল এতিমরা

নারায়ণগঞ্জের বন্দরে স্বাস্থ্যবিধি ভেঙে সুন্নতে খতনার আয়োজন করায় নুরুল আলম নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রান্না করা খাবার একটি এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে। গতকাল ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগ এলাকায় এ অভিযান চালায় বন্দরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। তিনি জানান, ওই এলাকার নূরুল আলম গতকাল প্রায় দেড়শ লোক দাওয়াত দিয়ে ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানের আয়োজন করে। দুপুরে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা এবং খাবার এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।                 -নারায়ণগঞ্জ প্রতিনিধি

শিকলবন্দী যুবকের এক বছর

ফরিদপুরের সদরপুরে দীর্ঘ এক বছর ধরে শিকলবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে মানসিক ভারসাম্যহীন এক যুবক। তার নাম নুরুল ইসলাম (৩৭)। তিনি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাছেরডাঙ্গী গ্রামের মোয়াজ্জেম ব্যাপারীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ২০০৭ সাল থেকে নুরুল ইসলামের মানসিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন সময় তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়। কিন্তু সুস্থ না হওয়ায় নানা ধরনের পাগলামি শুরু করে। একসময় তার পাগলামির মাত্রা বেড়ে যায়। উপায়ন্তর না দেখে পরিবারের লোকজন তাকে শিকলবন্দী করে রাখে। বর্তমানে সে এক বছর ধরে শিকলবন্দী অবস্থায় রয়েছে। নুরুলের স্ত্রী সালমা জানান, স্বামী ও দুই সন্তান নিয়ে বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছেন।   -ফরিদপুর প্রতিনিধি

চালককে অজ্ঞান করে ছিনতাই করত ওরা

যাত্রীবেশে তারা একসঙ্গে উঠত অটোরিকশায়। কিছু দূর যাওয়ার পর চলতি পথেই সবাই খেত জুস। চালককেও দিত। জুসে মেশানো থাকত চেতনানাশক ওষুধ। খেয়ে চালক অজ্ঞান হয়ে পড়লে অটোরিকশা নিয়ে চম্পট দিত ওরা। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই নারীসহ চার সদস্য গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রামের খোরশেদ আলম (৩৬), নেত্রকোনার বকুল মিয়া (২৫), ইয়াসমিন আক্তার (২৬) ও ময়মনসিংহের শেফালী। বৃহস্পতিবার গাজীপুরের হোতাপাড়ার মণিপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।   -ময়মনসিংহ প্রতিনিধি

‘সীমিত পরিসরে’ বিয়ে বর-কনের জরিমানা!

সিলেটে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে গাড়িতে করে ফিরছিলেন বর-কনে। সীমিত পরিসরে বরযাত্রী নিয়ে ফেরার পথে ধরা পড়লেন বেরসিক পুলিশের হাতে! কঠোর লকডাউন অমান্য করে বিয়ে করায় সিদ্ধান্তের জন্য ডাকা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বিকালে নগরীর প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, নববধূকে নিয়ে            একটি মাইক্রোবাসে বসা ছিলেন বর। গাড়িতে আরও               নয়জন যাত্রী ছিলেন। লকডাউন ভাঙার কারণে                জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ                  উদ্দিন বর-কনেকে ১০ হাজার টাকা জরিমানা                  করেন।         -নিজস্ব প্রতিবেদক, সিলেট

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর