রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

ফরিদপুর এখন অ্যাম্বুলেন্সের নগরী

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ফরিদপুর এখন অ্যাম্বুলেন্সের নগরী

করোনাভাইরাসের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী চলছে সপ্তাহব্যাপী লকডাউন। লকডাউনের কারণে মানুষ তেমন একটা ঘর থেকে বের হচ্ছেন না। ফরিদপুরে মহামারী করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনক হারে। ফলে গত ২১ জুন থেকে ফরিদপুরে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। টানা ১৪ দিন ধরে চলা এ লকডাউনে মানুষ একেবারেই দিশেহারা হয়ে পড়েছে। সরকার ঘোষিত কঠোর লকডাউনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা। শহরজুড়ে মানুষের চলাচল একেবারে কম। রাস্তায় নেই চিরচেনা যানজট ও যানবাহনের কান স্তব্ধ করা হর্ন। তবে, কোলাহলবিহীন এ শহরে মুহুর্মুহু সাইরেন বাজিয়ে চলছে শুধু অ্যাম্বুলেন্স। লাল-নীল বাতি জ¦ালিয়ে বুক কাঁপানো সাইরেন বাজিয়ে দিন-রাত ছুটে চলছে অ্যাম্বুলেন্সগুলো। করোনায় আক্রান্তদের নিয়ে হাসপাতালে ছুটে যাচ্ছে এই অ্যাম্বুলেন্সগুলো। সারাদিন শহরের মানুষ শুধুই অ্যাম্বুলেন্সের শব্দ শুনছে। ফলে ফরিদপুর শহর যেন অ্যাম্বুলেন্সের নগরীতে পরিণত হয়েছে। ফরিদপুর জেলা জুড়ে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি করোনায় আক্রান্ত রোগীরাও দ্রুত অসুস্থ হয়ে হাসপাতালে ছুটছেন। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোগীর সংখ্যাও বাড়ছে। রোগী পরিবহনে হাসপাতালে ২৪ ঘণ্টাই সারিবদ্ধ থাকছে অ্যাম্বুলেন্স। এদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের জরুরি সেবা প্রদানের লক্ষ্যে ফরিদপুর পুলিশ প্রশাসনের একটি মেডিকেল টিম অক্সিজেন সহকারে ফ্রি চিকিৎসা সেবা প্রদানে ২৪ ঘণ্টাই কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর