রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায় ৫৭ শতাংশ প্রবৃদ্ধি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায় ৫৭ শতাংশ প্রবৃদ্ধি

পণ্য খালাশ সহজীকরণ এবং দিনের পণ্য দিনে খালাশের লক্ষ্যমাত্রা নিয়ে বেনাপোল কাস্টম হাউসে আগের বছরের চেয়ে দেড় হাজার কোটি  টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির শতকরা হার ৫৭.৫০ বেশি। আদায়কৃত রাজস্বের পরিমাণ ৪১৫০ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ১০০ কোটি টাকা। কাস্টমস সূত্রে জানা যায়, গত ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৫৬৩.৫৯ কোটি টাকা। তার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিল ২৬৩৫.৭৭ কোটি টাকা। সে বছর রাজস্ব ঘাটতি ছিল ২ হাজার ৯২৭.৮২ কোটি টাকা। তবে গত বছরের তুলনায় এ বছর রাজস্ব আদায় ১ হাজার ৫১২.৫০ কোটি টাকা বেশি হলেও প্রকৃত  ঘাটতির পরিমাণ ১৯৫১.৭৩ কোটি টাকা। কাস্টমস কর্মকর্তারা বলছেন, গত দেড় বছর করোনার কারণে উচ্চ শুল্কহারের পণ্য আমদানি কমে গেছে। তারপরও আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি পরিমাণ  রাজস্ব আদায় হয়েছে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়ে থাকে। ভারত থেকে শিল্প কলকারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রির শতকরা ৮০ শতাংশ কাঁচামাল আমদানি হয় এ বন্দর দিয়ে। কাস্টমস সূত্র মতে, গত পাঁচ বছরে ভারত থেকে আমদানি হয়েছে ৮৮ লাখ ৮৯ হাজার ৮১১ মেট্রিক টন পণ্য।

সর্বশেষ খবর