রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

করোনা নিয়ে আতঙ্ক নয় সচেতন হতে হবে : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‘দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছেন। করোনা রোগী শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসার আওতায় আনতে দেশের অনেক জেলায় আরটিপিসিআর ল্যাব স্থাপন করেছেন। সেই সঙ্গে অক্সিজেন ব্যাংক স্থাপন করে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। সরকার ইতিমধ্যেই পর্যাপ্ত পরিমাণ টিকা নিয়ে এসেছে এবং তা প্রদান চলমান রয়েছে। তাই করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে, সচেতন হতে হবে। বিশেষ করে এ সময়ে ডায়াবেটিক ও হৃদরোগে আক্রান্তদের বেশি সচেতন থাকতে হবে।’ জামালপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় গতকাল তিনি এ কথা বলেন।  জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মির্জা আজম এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডায়াবেটিক হাসপাতালের সিইও ডা. মোশায়ের উল ইসলাম রতন, কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম প্রমুখ। -জামালপুর প্রতিনিধি

 

৪ শতাধিক পরিবহন শ্রমিককে ত্রাণ বিতরণ

করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া নোয়াখালীর ৪ শতাধিক পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে সংসদ সদস্য একরাম চৌধুরীর পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলার হলরুমে উপজেলা চেয়ারম্যান একেএম সামসুদ্দিন জেহান কর্ম এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, সয়াবিন তেল, পিঁয়াজ, আলু, লবণ, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সদরের ইউএনও ফারহানা জাহান উপমাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন জেহান বলেন, মহামারী করোনাভাইরাস মোকাবিলা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের পাশে থেকে তাদের সব সমস্যা সমাধান করতে প্রতি মুহূর্তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার এই সুফল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং একরামুল করিম চৌধুরী এমপির মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে।          -নোয়াখালী প্রতিনিধি

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই ফেঁসে গেলেন

বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের বাড়িতে হরিণের চামড়া রেখে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন। গতকাল ভোরে শরণখোলার সোনাতলা গ্রামে র‌্যাবের অভিযানে মূল রহস্য বেরিয়ে পড়লে দুটি হরিণের চামড়াসহ আটক করা হয় চারজনকে। আটকরা হলেন- সোনাতলা গ্রামের জাকির মল্লিক, ওমর সানি, রসুলপুর গ্রামের হাফিজুল ও মাসুম ফরাজি। পুলিশ জানায়, আটক জাকির মল্লিকের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের মোশারফ ফকিরের বিরোধ চলছিল। এ অবস্থায় মোশারফ ফকিরকে ফাঁসাতে তার বাড়িতে দুটি হরিণের চামড়া রেখে র‌্যাবকে খবর দেয় জাকির মল্লিক। খবর পেয়ে র‌্যাবের একটি দল গতকাল খবরদাতাদের সঙ্গে নিয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে মোশারফ ফকিরের বাড়ির সামনে থেকে হরিণের চামড়া দুটি উদ্ধার করে। একপর্যায়ে র‌্যাব সদস্যদের সন্দেহ হয় মোশারফকে ফাঁসাতে হরিণের চামড়া তার বাড়িতে রেখে এসেছে প্রতিপক্ষ।           -বাগেরহাট প্রতিনিধি

ভারী বর্ষণে ধসে পড়েছে সাফারি পার্কের সীমানা প্রাচীর

টানা দুই দিনের ভারী বর্ষণে ধসে পড়েছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীর। পার্কের দক্ষিণ-পূর্বাংশের প্রায় ১১০ ফুট সীমানা প্রাচীর ধসে পড়েছে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছে পার্কে থাকা হরিণ, বাঘ ও জেব্রাসহ বিভিন্ন প্রজাতির প্রাণী। এই ধসের কারণ হিসেবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকে দায়ী করেছেন সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম চৌধুরী। এদিকে  পার্কের সীমানা প্রাচীর ভাঙ্গা থাকায় যে কোনো মুহূর্তে প্রাণী বের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছেন পার্কের পার্শ্ববর্তী ১০-১২টি গ্রামের মানুষ। জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার  থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়।

ফলে বৃষ্টির প্রবল পানির তোড়ে সাফারি পার্কের দক্ষিণ-পূর্বাংশের প্রায় ১১০ ফুট সীমানা প্রাচীরটি ধসে পড়ে।          -চকরিয়া প্রতিনিধি

 

বেড়ানোর কথা বলে ডেকে প্রেমিকাকে ধর্ষণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে গার্মেন্টকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে মিরাজ নামে একজনকে গ্রেফতার করেছে। ধর্ষণের ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১২টার দিকে ফতুল্লার দাপা গুদারাঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে। গ্রেফতার মিরাজের বাড়ি ভোলার চরফ্যাশন থানার আবদুল্লাহপুর গ্রামে। সে ফতুল্লার সর্দারবাড়ী এলাকায় বৌ-বাজার সংলগ্ন এক বাড়িতে ভাড়া থাকে। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এক মাসের প্রেমের সম্পর্কের সূত্রে শুক্রবার সন্ধ্যায় বেড়ানোর কথা বলে ওই গার্মেন্টকর্মীকে তার বাসা থেকে ডেকে নেয় মিরাজ। এরপর রাতে মেয়েটিকে নিয়ে ঘোরাঘুরির একপর্যায়ে গুদারাঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে নিয়ে ধর্ষণ করে মিরাজ পালিয়ে যায়। শনিবার সকালে অভিযোগ পেয়ে মিরাজকে গ্রেফতার করা করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের হামলায় নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের হামলায় মামুন বেপারী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। উত্তর মতলব সিধারচর এলাকায় নদীতে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া দক্ষিণ জামালপুর গ্রামের মোহাম্মদ আলির ছেলে। তিনি চিহ্নিত চাঁদাবাজ ছিলেন বলে জানিয়েছে নৌ-পুলিশ। চাঁদপুর জেলার মতলব উপজেলার বেলতলী নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, শনিবার দুপুরে মেঘনা নদীতে ট্রলার নিয়ে মামুনসহ কয়েকজন বাল্কহেডে চাঁদা তুলতে যান। এ সময় একটি বাল্কহেডের শ্রমিকদের সঙ্গে চাঁদাবাজদের সংঘর্ষ বাধে। এতে মামুন মাথায় আঘাত পান। সঙ্গে থাকা লোকজন তাকে গুরুতর অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মামুনের স্বজনদের দাবি, দীর্ঘদিন প্রবাসে ছিল মামুন। কয়েক মাস হলো সে দেশে এসেছে। তাদের ধারণা সুপরিকল্পিতভাবে মামুনকে হত্যা করা হয়েছে।          -মুন্সীগঞ্জ প্রতিনিধি 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর