রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

মিঠাপুকুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের মিঠাপুকুরে এক নারীর সহায়তায় আরেক নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে ধর্ষণে সহযোগিতাকারী নারী আদুরী ও শহিদুল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে গতকাল তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি অটোরাইস মিলে (চাল ভাঙার মেশিন) শ্রমিকদের জন্য খাবার রান্নার কাজ করেন ভুক্তভোগী নারী। তার দুই সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে ঝগড়ার কারণে প্রায় ১০ বছর আলাদা থাকেন। শ্রমিকের কাজ করে সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। একই অটোরাইস মিলে শ্রমিকের কাজ করেন কুড়িগ্রাম সদরের রিয়াজ মিয়া। সেই সুবাদে তার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ওই নারীর। সেখানে আদুরী নামে অন্য এক নারীর পরিচয় হয়। ৩০ জুন রাতে আদুরী ওই নারীকে কলা খেতে ডেকে নেয়। সেখানে অপেক্ষায় ছিল রিয়াজ। কথা বলার একপর্যায়ে সে নারী শ্রমিকের সঙ্গে মেলামেশা করে। এর আগে আদুরী তার পূর্ব পরিচিত শহিদুলকে বিষয়টি জানিয়ে রাখে। তারা কলা খেত থেকে বের হওয়ার সময় শহিদুল ওই নারীকে ধরে ফেলে। বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার ভয় দেখায়। এবার শহিদুল তার ৫-৭ সহযোগীকে নিয়ে ওই নারীকে ওই কলা খেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার তিন দিন পর ওই নারী মিঠাপুকুর থানায় মামলা করেন।

মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, রাতের বেলায় কলা খেতে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে।  সেখানে ৫-৭ জন ছিল। ‘ধর্ষিত নারীকে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে মামলা রুজু করে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। সহযোগী নারী আদুরী ও শহিদুলকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন ঘটনার সত্যতা স্বীকার করেছে।

 

সর্বশেষ খবর