রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

হাকিমপুর পৌরসভার বাজেট

দিনাজপুর প্রতিনিধি

নতুন করে কোনো ধরনের করারোপ ছাড়াই দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৩০ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ২৫১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল  পৌরসভার সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে এই বাজেট ঘোষণা করেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেল চলন্ত। এ সময় পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবার বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৯৪৬ টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে ২৯ কোটি ৫০ লাখ ৩০৪ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৩০৮ টাকা। মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৫০ লাখ ৩০৪ টাকা। হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে এলাকার জনগণের ওপর নতুন করে কোনো করারোপ করা হয়নি। নতুন বাজেটে হাকিমপুর  পৌরসভার হিলি স্থলবন্দরের জলাবদ্ধতা নিরসনকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর