রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

রেলের জায়গা দখল করে শত শত স্থাপনা

আফজাল, টঙ্গী

রেলের জায়গা দখল করে শত শত স্থাপনা

গাজীপুরের টঙ্গী স্টেশন এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা

ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গী ও জয়দেরপুরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে শত শত অবৈধ স্থাপনা। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকরী কোনো ব্যবস্থা না নেওয়ায় দিন দিন বাড়ছে দখলদারের সংখ্যা। রেলওয়ের অবৈধ এসব স্থাপনার বেশিরভাগে বসবাস করছে ভাসমান অপরাধীরা।

সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুর নগরীর বিভিন্ন এলাকায় রেলের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ বাজার ও স্থাপনা। এর মধ্যে টঙ্গীর আরিচপুর, বৌ-বাজার, মধুমিতা, নতুনবাজার রেলগেট, টঙ্গী রেল স্টেশন, তিস্তার গেট, বনমালা, হায়দরাবাদ, পূবাইল, জয়দেবপুর অন্যতম। অভিযোগ আছে, অপরাধীরা প্ল্যাটফর্মে কিংবা আশপাশে অবস্থান নিয়ে চালায় তাদের অপকর্ম। সন্ধ্যা ঘনিয়ে এলে তাদের ব্যাপক অপতৎপড়তা আরও বেড়ে যায়। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর-মোহাম্মদ খান বলেন, রেলের পাশে ঘরবাড়ি থাকায় ক্রাইম বাড়ছে। অপরাধীরা অপরাধ করে এখানে আশ্রয় নিচ্ছে। রেলের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, বাড়িঘর না থাকলে চুরি, ছিনতাই, মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধ কমে আসবে। টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার হালিমুজ্জামান বলেন, প্ল্যাটফর্মে অবৈধ দোকানপাট তেমন একটা নেই। স্টেশনের পাশে ভাসমান কিছু মার্কেট রয়েছে। এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে কথা বলেন। রেলের ভূমি কর্তৃপক্ষ বলছে, ইতিমধ্যে অভিযান চালিয়ে বেশকিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রেলের জায়গা দখল করে কেউ থাকতে পারবে না। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর