মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

বেহাল সড়কে ভোগান্তি

কেরানীগঞ্জ প্রতিনিধি

বেহাল সড়কে ভোগান্তি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বাঘৈর চিতাখোলা সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায়। সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাচ্ছেন ১২ গ্রামের কয়েক লাখ বাসিন্দা। সামান্য বৃষ্টি হলে স্থানীয়দের দুর্ভোগের মাত্রা বেড়ে যায়। সড়কের ওপর জমে থাকা পানিতে বোঝাই যায় না কোন গর্ত কত বড়, আর কোন গর্তে কাদা আছে। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন পথচারীরা। যানবাহনের পাশ দিয়ে চলতে গিয়ে সড়কের গর্তের পানি ছিটকে গিয়ে কাপড় নষ্ট হচ্ছে। অন্যদিকে রাস্তা খারাপ হওয়ায় অতিরিক্ত ভাড়া দিলেও অনেক সময় যানবাহন যেতে চায় না। সড়কটি শুভাঢ্যা ইউনিয়নের ঢাকা-মাওয়া সংযোগ সাবান ফ্যাক্টরি লেন হয়ে তেঘরিয়া ইউনিয়নের চিতাখোলা দিয়ে রাজেন্দ্রপুরের ঢাকা-মাওয়া মহাসড়কে গিয়ে মিশেছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, আমরা পুরোপুরি অসহায়, এ রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও কেন এখনো তা শুরু হচ্ছে না। রাস্তা দিয়ে প্রতিদিন ১২টি গ্রামের মানুষ যাতায়াত করেন, অনেক মালবাহী পিকআপ, সিএনজি, অটোরিকশাসহ অনেক গাড়ি যাতায়াত করে এ রাস্তাটি দিয়ে। জানি না ঠিক কত দিন আমাদের মতো মানুষদের এ ভোগান্তি সহ্য করতে হবে। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় দিন দিন বাড়ছে দুর্ভোগ। রাজেন্দ্রপুরের বাসিন্দা ইমরান হোসেন বলেন, সড়কটি স্থানীয় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সড়কের সংস্কার হলে আমাদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর