মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

মরণফাঁদ মধুখালী নওপাড়া সড়ক

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

মরণফাঁদ মধুখালী নওপাড়া সড়ক

ফরিদপুরের মধুখালী-নওপাড়া আঞ্চলিক সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য ফেলে রাখার কারণে এ দুরবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। বৃষ্টির কারণে এ সড়কে এখন চলাচল কারই দায় হয়ে পড়েছে। বেশ কয়েকটি স্থানে বিপদজ্জনক থাকায় ঘটছে দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে ফেলে রাখার কারণে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মধুখালী পৌর এলাকা থেকে নওপাড়া ইউনিয়নে যাওয়ার একমাত্র এ সড়কটি দীর্ঘ ১ মাস আগে সংস্কার শুরু হয়। ঠিকাদার সড়কটি দুই পাশে গর্ত খুঁড়ে বেড তৈরি করে। ফলে গত কয়েক দিনের প্রচন্ড বৃষ্টির কারণে সেই গর্তে পানিতে পরিপূর্ণ হয়ে যায়। ফলে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া যানবাহন সাইড দিতে গিয়ে দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে। কাজের ধরন অনুযায়ী সড়কটির এক পাশে বেড কাটার কথা থাকলেও দুই পাশেই বেড কেটে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এমন কাজ করায় দীর্ঘ ৮ কিলোমিটার সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তা ছাড়া সড়কটিতে সব সময় যানজট লেগেই থাকে। এ বিষয়ে মধুখালী উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে দ্রুত কাজ শেষ করার স্বার্থে দুই পাশে বেড কাটার কথা বলা হয়েছিল। তবে কাজটি দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

সর্বশেষ খবর