মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

লকডাউনের মধ্যে পশুর হাট

চলমান লকডাউনের মধ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বসছে পশুর হাট। এসব হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলেও এক শ্রেণির মুনাফালোভী ইজারাদার মানছেন না বিধিনিষেধ। সরেজমিন দেখা যায়, সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির বালাই নেই এসব পশুরহাটগুলোতে। ক্রেতা-বিক্রেতারা গা-ঘেঁষে হাঁটাহাঁটি করছেন। অধিকাংশের মুখে ছিল না মাস্ক। পাখিমারা ও লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে পশুর হাটে এমন দৃশ্য। ইউএনও শহীদুল হক বলেন, হাট বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের জানিয়ে দেওয়া হয়েছে।     -কলাপাড়া প্রতিনিধি


নিখোঁজের ১১ দিন পর ফিরল রায়হান

নিখোঁজের ১১ দিন পর রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরল ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামসোনা গ্রামের সেলিম সরকারের ছেলে আবু রায়হান (১৩)। তার বাবা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়হান ময়মনসিংহ শহরের ব্রিজ এলাকায় ঘোরাঘুরি করছিল। রাত ৩টার দিকে এক রিকশাওয়ালা তাকে নিয়ে আকুয়া ওয়াপদা মসজিদ সংলগ্ন জজ মিয়ার হোটেলে দিয়ে যান। হোটেল মালিক তার মা-বাবার কথা জিজ্ঞাসা করলে তারা মারা গেছে বলে জানায় রায়হান। পরে তিনি তাকে হোটেলে কাজে লাগিয়ে দেন।     -ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

বৃষ্টিতে সড়ক ধসে খাদে পড়ল দোকান

কয়েক দিনের টানা বৃষ্টিতে রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকায় গতকাল সড়ক ধসে পাঁচটি দোকান খাদে পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  স্থানীয়রা জানায়, টানা বৃষ্টিতে পাহাড় থেকে মাটি ভেঙে পড়ছে সড়কে সড়কে। এতে প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও পাহাড়বাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এরই মধ্যে সকালে রিজার্ভ বাজার এলাকায় সড়ক থেকে পাঁচটি দোকান ১০০ ফুট নিচে খাদে পড়ে গেছে। দমকল বাহিনীর কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, বৃষ্টিতে মাটি সরে যাওয়ায় এগুলো ধসে পড়েছে। - রাঙামাটি প্রতিনিধি

 

মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ৭ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক পরেশ বাগচি বাদী হয়ে মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন চনপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মামুন ও মিন্টুর ছেলে নাঈম।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।     -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি


ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে বালুবোঝাই ট্রাকচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চালা সাত রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চালা বানিয়াপাড়া মহল্লার আবদুস সামাদের ছেলে রাব্বি হোসেন ও সাব্বির হোসেন। খুলনা : ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে রাজিয়া খাতুন রিনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। সকালে খুলনা-মোংলা মহাসড়কের জয়পুরে একটেল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা : কেন্দুয়া ও ঈশ^রগঞ্জ সড়কের হরিনগরে বিকালে অটোরিকশা ও সিএনজির সংঘর্ষে মাহিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নারীসহ আরও আটজন।     -প্রতিদিন ডেস্ক


শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা

গাজীপুরের টঙ্গীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন এক পোশাক শ্রমিক (৩০)। গতকাল ভুক্তভোগী ওই নারী টঙ্গী পূর্ব থানায় মামলাটি করেন। পুলিশ জানায়, ওই নারী বৌবাজার এলাকায় বসবাস করে একটি পোশাক কারখানায় কাজ করতেন। একই এলাকার কমল চন্দ্র মল্লিকের (৪০) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সুবাধে গত বছরের ওই নারীর সঙ্গে কমল দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে তিনি কমলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি রাজী হননি। ঘটনার প্রায় সাত মাস পার ওই নারী টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। অভিযুক্ত কমল ফুলপুর থানার পাচ কাহনিয়া গ্রামের বাসিন্দা। টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।     - টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি


টেলি মেডিসিন সেবা

করোনাভাইরাস মহামারীতে চিকিৎসা সংকটের কথা চিন্তা করে সাধারণ মানুষের মাঝে দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে টেলিমেডিসিন সেবা চালু করেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। সোমবার থেকে এই সেবা চালু হয়েছে। আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এ কার্যক্রমকে অভিনন্দন জনিয়েছেন।     - গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর