মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

হাতির কড়াই রক্ষার দাবি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় পূর্বপুরুষদের ২০০ বছরের ঐতিহ্য হাতির কড়াই রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে উপজেলার ধর্মপাল ইউনিয়নের তহশিলদার পাড়া হাতির কড়াই এলাকায় আধা ঘণ্টা এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে হাজী এমদাদুল হক বলেন, আজকে হাতির কড়াই রক্ষায় আমাদের মানববন্ধন করতে বাধ্য হয়েছি। এই হাতির কড়াই ১৭৫ বছর পূর্বে আমার জ্যাঠা মরহুম ভুল্ল্যা মামুদ সরকার (তহশিলদার) তার হাতিকে পানি খাওয়ানোর জন্য ভারত  থেকে ২৮ মণ ১০ কেজি আধাপোয়া ওজনের লোহার তৈরি কড়াইটি কিনে এনেছিলেন। জ্যাঠার বাড়িতে প্রথমে একটি হাতি ছিল, পরে আরও একটি হাতি এনেছিলেন। কালক্রমে হাতি না থাকলেও সেই হাতির কড়াই বাড়ির আঙিনায় ঐতিহ্য বহন করে আছে। ভুল্ল্যা মামুদ সরকারের নাতি ইকবাল বিন ইমদাদ জানান, কড়াইটি সরকারি কিংবা কোনো রাজা-বাদশার কীর্তি নয়, এটা আমাদের ব্যক্তিগত ঐতিহ্য। এই কড়াইটির নামে এখানে রয়েছে মসজিদ ও মাদরাসাসহ গ্রামটির নামকরণ। পুরনো ঐতিহ্য এ হাতির কড়াইটি এখন জাদুঘরে নেওয়ার জন্য এক শ্রেণির স্বার্থান্বেষী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ইউএনও সাহেব কড়াইটি জাদুঘরে নিয়ে যেতে আমাদের দিনক্ষণ বেঁধে দিয়েছেন। আমরা এলাকার মানুষ নিজস্ব এই ঐতিহ্য ধরে রাখতে মানববন্ধন করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর