শিরোনাম
বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

ডিএনডির জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের তাগিদ দিলেন শামীম ওসমান এমপি

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ডিএনডির জলাবদ্ধতা নিরসনে সরকারের সবগুলো দফতরকে আবারও সমন্বয়ের তাগিদ দিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসন নিয়ে বৈঠকে বক্তব্য দেওয়ার সময়ে সরকারের একেক সংস্থা অপরজনের সঙ্গে বিতন্ডায় জড়িয়ে পড়লে পরিস্থিতি শান্ত করেন শামীম ওসমান। পরে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সভায় ডিএনডির মেগা প্রকল্প বাস্তবায়নকারী সেনাবাহিনীর কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, এলজিইডি, সড়ক ও জনপথ সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শামীম ওসমান ডিএনডি, এলজিইডি, এনসিসি, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ, জনপ্রতিনিধিসহ সবাইকে নিয়ে সমন্বয় সভা করে একটি রোডম্যাপ তৈরি করার তাগিদ দেন। শামীম ওসমান আরও বলেছেন, ডিএনডি প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যেসব অপসারণ উচ্ছেদ করা প্রয়োজন তা করা উচিত। গ্যাসলাইন ডিপিডিসি এ সবকে সমন্বয় করতে হবে।

সর্বশেষ খবর