শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

মুক্তাগাছার সেই যুবলীগ নেতাকে অব্যাহতি

চিকিৎসককে মারধর

ময়মনসিংহ প্রতিনিধি

মুক্তাগাছার সেই যুবলীগ নেতাকে অব্যাহতি

ময়মনসিংহের মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনিকে দলীয় পদ হারাতে হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতির পদ থেকে গতকাল তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয় জেলা আহ্‌বায়ক কমিটি। দুপুরে জেলা যুবলীগ আহ্‌বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক শাহরিয়ার মো. রাহাত খান, শাহ শওকত উসমান লিটন, রফিকুল ইসলাম পিন্টু, এইচএম ফারুক ও আখেরুল ইমাম সোহাগের যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী চিকিৎসক এ এইচ এম সালেকিন মামুন মুক্তাগাছা থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবার নম্বরে কল করেন মাহবুবুল হক মনি। তিনি তার মায়ের করোনা পরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতে বলেন। তখন তাকে বলা হয়, বাসায় গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। তার মাকে হাসপাতালে নিয়ে এসে নমুনা জমা দেওয়ার পরামর্শ দেন। এর কিছুক্ষণ পর মনি দলবল নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই চিকিৎসকের কক্ষে ঢুকে তাকে গালিগালাজ ও মারধর করেন। রাতেই মাহবুবুল হক মনি এবং পরদিন তার চার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে আছেন।

সর্বশেষ খবর