শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

অসহায় পরিবারের দায়িত্ব নিলেন এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

সখীপুর উপজেলার চরভাগা পেদাকান্দি গ্রামের অসহায় রাস্টন মিয়ার পাঁচ সদস্যের পরিবারের একমাত্র আয়ের সম্বল ছিল অটোবাইক। সেটা গত পরশু চুরি হয়। ঋণ ও ধারের টাকায় কেনা এই অটোরিকশা চুরি হওয়া নিয়ে রাস্টন মিয়ার ছেলে আফজল গাজী ফেসবুকে অসহায়ত্ব প্রকাশ করে আবেগঘন একটি স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাস দেখে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি হতদরিদ্র অটোচালককে একটি অটোবাইক ক্রয় এবং তাঁর তিন সন্তানের পড়াশোনার দায়িত্ব নেন। গতকাল ফেসবুকে রাস্টন মিয়ার ছেলে আফজল লেখেন, ‘এবার মনে হয় স্বপ্নটাও থেমে যাবে! স্ট্যাটাসটি এনামুল হক শামীমের দৃষ্টিতে আসে। তিনি ওই ছেলের সঙ্গে কথা বলেন। তার বাবাকে অটোবাইক কিনে দেওয়াসহ তিন ভাই-বোনের পড়ালেখার দায়িত্ব নেন তিনি।

এরপর থানা পুলিশকে বিষয়টি তদন্ত করতে নির্দেশনা দেন। এরপর পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের প্রতি ফেসবুকে কৃতজ্ঞতা জানান আফজল গাজী।

সর্বশেষ খবর