শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

ক্রেতার অপেক্ষায় দুই ক্ষুদ্র ব্যবসায়ী

নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে বাবা ও নানার সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোয়াদ (৯) ও সিয়াম (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা ২ নম্বর খেয়াঘাট এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। নিহত সোয়াদ বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার দিনমজুর শাকিল মিয়ার এবং সিয়াম শিমরাইল মুক্তি সরণি এলাকার রাজু আহমেদের ছেলে। সোয়াদ ও সিয়াম সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানায় পরিবারের লোকজন।

শিশু সিয়ামের বাবা রাজু আহমেদ বলেন, গত মঙ্গলবার তিনি সপরিবারে উত্তর লক্ষণখোলা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে তার দুই ছেলে ও নাতি সোয়াদকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান। ছোট ছেলেকে গোসল করিয়ে ঘাটের সিঁড়িতে বসিয়ে রাখার পর তিনি দেখতে পান গোসলরত সোয়াদ ও সিয়াম ডুবে গেছে। মিনিট দশেক পর তাদের পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।     -নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাল্যবিবাহ বন্ধ, জরিমানা

নারায়ণগঞ্জে আড়াইহাজারে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে বাল্যবিবাহ। এ সময় কনের মামাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আড়াইহাজার উপজেলার সদর পৌরসভার দাসপাড়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন বলেন, দাসপাড়া গ্রামের এক মেয়ের (১৬) সঙ্গে একই উপজেলার দিঘলদী গ্রামের মিজানুর রহমানের ছেলে ওমর ফারুকের (৩০) বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। রাত ৯টার দিকে বরযাত্রী আসে মেয়ের বাড়িতে। একই সময় ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হলে সবাই সটকে পড়েন। পরে বর ও কনেকে আটক করে উপজেলায় নিয়ে আসা হয়। একপর্যায়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিবাহ দেবেন না মুচলেকা দিয়ে এবং কনের মামাকে ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।   -আড়াইহাজার প্রতিনিধি

আর্জেন্টিনা-ব্রাজিল খেলা নিয়ে মারামারি

কক্সবাজারের চকরিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় রড ও ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা চট্টগ্রাম ও কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে ইলিশিয়া বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন কফিল ও হাসান। এ সময় উভয়ের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা একজন অপরজনকে লোহার রড ও ছুরি দিয়ে আঘাত করেন। আর্জেন্টিনা সমর্থক কফিল উদ্দিন ছুরিকাঘাতে এবং ব্রাজিল সমর্থক হাসান রডের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কফিলকে চট্টগ্রাম এবং হাসানকে কক্সবাজার মেডিকেলে রেফার্ড করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।                -চকরিয়া প্রতিনিধি

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে ফের করোনা পরীক্ষা শুরু

দশ দিন বন্ধ থাকার পর গতকাল থেকে ফের করোনা পরীক্ষা শুরু হয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালের একমাত্র পিসিআর মেশিনের বায়োসেফটি কেবিনেট বিকল হওয়ায় করোনা পরীক্ষা সাময়িক বন্ধ ছিল। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবদুল কাদের বলেন, বায়োসেফটি কেবিনেট নতুন করে সংযোজন হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আবার করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, গত ২৮ জুন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনের বায়োসেফটি কেবিনেটের ল্যামিনার ফ্লু ও হেপা ফিল্টার যন্ত্র বিকল হয়ে যায়।             -গাজীপুর প্রতিনিধি

রাস্তা থেকে ধরে নিয়ে ধর্ষণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রাস্তা থেকে ধরে নিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পর গতকাল ধর্ষিতার পরিবার ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছে। শিশুটির বাবা-মা দিনমজুরের কাজ করেন। মামলায় উল্লেখ করা হয়, ৫ জুলাই বিকালে ওই শিশু প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় রাস্তা থেকে শিশুটিকে ধরে অভিযুক্ত মতি তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণ শেষে শিশুটিকে সড়কে ছেড়ে দেয়। এ ঘটনা শিশুটি তার প্রাইভেট শিক্ষিকাকে জানায়। শিক্ষিকার কাছ থেকে ভিকটিমের বাবা-মা জানতে পারেন। ফতুল্লা মডেল থানার ওসি জানান, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।    -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর