শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

ছাত্রলীগের উদ্যোগে সড়ক মেরামত

কুড়িগ্রাম প্রতিনিধি

ছাত্রলীগের উদ্যোগে সড়ক মেরামত

বন্যায় ভেঙে যাওয়া সড়কে বালুভর্তি বস্তা ফেলছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা

সদর উপজেলার শুলকুর বাজার এলাকায় যাত্রাপুর-পাঁচগাছী-কুড়িগ্রাম সংযোগ সেতুর কাজ দীর্ঘ তিন বছরেও সম্পন্ন হয়নি। তাই সেতুর কাজ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ স্বেচ্ছাশ্রমে সম্পন্ন করে দিল। বন্যায় ভেঙে যাওয়া ওই সংযোগ সড়ক মেরামত করেন ছাত্রলীগ সদস্যরা। জানা যায়, ধরলা নদীর প্রবল স্রোতে কয়েক দিন আগে সংযোগ সড়কটি ভেঙে যায়। এতে যাত্রাপুর, পাঁচগাছী, ঘোগাদহ, বেগমগঞ্জ ও ভোগডাঙা ইউনিয়নের মানুষ যাতায়াতে ভোগান্তিতে পড়েন। পণ্য আনা-নেওয়া ও মানুষ চলাচল করতে হতো নৌকায়। তাই জেলা ছাত্রলীগ কর্মীরা গতকাল বালুর বস্তা ফেলে মেরামত করে দেন সেতুটি। ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী এ কাজে অংশ নেন। সড়কের ভাঙা অংশে ফেলা হয় প্রায় ৫০০ বালুভর্তি বস্তা। ছাত্রলীগের উদ্যোগে ভাঙা সড়ক মেরামত হওয়ায় এলাকার মানুষ অত্যন্ত খুশি। শুলকুর বাজারের ব্যবসায়ী মেহেরুল করিম জানান, এ বাইপাস সড়ক ডুবে যাওয়ায় চলাচল ও পণ্য পরিবহন কঠিন হয়ে গিয়েছিল। রাস্তা মেরামত হওয়ায় এখন দুর্ভোগ লাঘব হবে। স্থানীয় স্কুলশিক্ষক লিটন মিয়া বলেন, ‘ছাত্র সংগঠনের এ ধরনের গঠনমূলক কাজ অবশ্যই প্রশংসার দাবি রাখে।’

সর্বশেষ খবর