শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

সড়কে ছয়জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে ছয়জনের প্রাণহানি

নীলফামারীতে সড়কে উল্টে যায় নসিমন

সড়ক দুর্ঘটনায় গতকাল কুষ্টিয়া, রংপুর, নীলফামারী, সিরাজগঞ্জ ও গাইবান্ধা ছয়জন নিহত হয়েছেন।  প্রতিনিধিদের খবর-

কুষ্টিয়া : সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের জিলাপীতলা এলাকায় লাটাহাম্বার ধাক্কায় হাসিম উদ্দিন (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের পাথরবাড়িয়া মজিবুর রহমান হাইস্কুলের সহকারী শিক্ষক। তার বাড়ি নন্দনালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামে। এদিকে, বুধবার রাতে একই সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় টিপু প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রংপুর : নগরীর মর্ডান মোড় ধর্মদাস এলাকায় মাছবাহী পিকআপ চাপায় কামাল হোসেন নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। নীলফামারী : ডিমলা উপজেলায় নসিমন উল্টে হেলপার রুবেল ইসলাম (২০) নিহত হয়েছেন। সকালে খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। রুবেলের বাড়ি উপজেলার বালাপাড়া ইউনিয়নে। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত এবং হেলপার আহত হয়েছেন। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম কাজেম আলী (৫০)। গাইবান্ধা : পলাশবাড়ি উপজেলায় গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে মাঠেরহাট এলাকায় বুধবার প্রশিক্ষণ কারের চাপায় বুলু রাণী মহন্ত (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছেন।

বুলু সদর উপজেলার গোপালপুর গ্রামের নারায়ণ বর্মণের স্ত্রী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর