শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলে চলছে যাত্রী পরিবহন

কুমিল্লা প্রতিনিধি

অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলে চলছে যাত্রী পরিবহন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কঠোর লকডাউনের মধ্যে চলছে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল। যাত্রী পরিবহন করছে এসব যানবাহন। মহাসড়কের পদুয়ার বাজার, সেনানিবাস ও চান্দিনা অংশের বিভিন্ন বাসস্ট্যান্ড এখন অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার দখলে। ১ জুলাই থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সকল প্রকার গণপরিবহন বন্ধ ঘোষণার পরও মহাসড়কের এ অংশে থেমে নেই যাত্রী পরিবহন। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেট কার, মারুতি, সিএনজি অটোরিকশা, পিকআপ এমনকি মোটরসাইকেল দিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। মাইক্রোবাস, অটোরিকশাসহ অন্য পরিবহনে এক সিটে চার-পাঁচ জন করে যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। এখন বাস ছাড়া সব যানবাহনই চলছে এখানে। হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক মিঠুন বিশ্বাস বলেন, ‘মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষেধ। আমরা অভিযান চালিয়ে কয়েকটি থ্রি-হুইলার আটক করেছি। অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহনের বিষয়টি আমার জানা নেই।’

সর্বশেষ খবর