শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

ফেরত গেল করোনা খাতে বরাদ্দের কোটি টাকা

মৌলভীবাজার প্রতিনিধি

ফেরত গেল করোনা খাতে বরাদ্দের কোটি টাকা

করোনা টিকা প্রদান, নমুনা সংগ্রহ, রোগীর পরিচর্যা, করোনাসামগ্রী ক্রয়, প্রশিক্ষণসহ করোনা সংশ্লিষ্ট খাতে ২০২০-২১ অর্থ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় মৌলভীবাজারে বরাদ্দ দেয় ২ কোটি ৭৭ লাখ ৫ হাজার ৮৮৮ টাকা। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা খরচ না করায় ফেরত গেল প্রায় কোটি টাকা। জেলার সচেতন নাগরিকরা বলছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতার কারণে এমন হয়েছে। যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। দেশে অধিক সংক্রমণের কয়েক জেলার মধ্যে প্রবাসী অধ্যুষিত ও সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার অন্যতম। গত কয়েকদিন ধরে করোনা নমুনা পরীক্ষায় গড়ে অর্ধেক পজেটিভ আসছে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জেলাবাসী। দিন দিন করোনা রোগী সংখ্যা বাড়লেও সে অনুপাতে বাড়ানো হয়নি আইসিইউ, সিসিইউ কিংবা অক্সিজেন শয্যা। এখন পর্যন্ত জেলায় কোনো হাসপাতালে স্থাপন করা হয়নি সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষে ভাষ্য, ফেরত যাওয়া টাকা সঠিকভাবে কাজে লাগালে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাশ বলেন, প্রশিক্ষণ, টিকা প্রদান ও নমুনা সংগ্রহ বাবদ আমার উপজেলায় টাকা খরচ করা হয়েছে। পুরো অর্থ বছর পরিকল্পনা মাফিক কাজ করলে বরাদ্দের টাকা খরচ করতে পারতেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লোকবলের সংকট থাকায় ঠিকমতো কাজ করা সম্ভব হয়নি। জুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, গত অর্থ বছরে কয়েকজন ছুটিতে ছিলেন আবার লোকবলও কম ছিল। যার কারণে পুরো টাকা ব্যয় করা সম্ভব হয়নি। সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, সুনির্দিষ্ট ব্যয়ের কোনো পরিকল্পনা দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সব টাকা খরচ করা সম্ভব হয়নি। মন্ত্রণালয় থেকে টাকা সরাসরি সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হয়। ফলে ব্যয়ের বিষয়ে আমাদের এখতিয়ার ছিল না।

সর্বশেষ খবর