শিরোনাম
শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান নিজের পোষা ষাঁড়

নিজস্ব প্রতিবেদক, যশোর

প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান নিজের পোষা ষাঁড়

কোটি মানুষের স্বপ্নের মেগা প্রজেক্ট পদ্মা সেতুর সফল বাস্তবায়নের জন্য নিজ খামারের ১৫ মণ ওজনের একটি ষাঁড় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান যশোরের ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামের সাইফুর রহমান সাইফ। মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সন্তান সাইফের আশা, আসন্ন কোরবানির ঈদে প্রধানমন্ত্রী নিজের নামে এই ষাঁড়টি কোরবানি দেবেন। এ জন্য ইতিমধ্যে তিনি ষাঁড়টি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদনও করেছেন। সাইফ বলেন, কয়েক বছর আগে ঢাকা থেকে মাওয়া হয়ে তিনি যশোর ফিরছিলেন। মাওয়া ঘাটে স্পিডবোটের টিকিট কাটতে গিয়ে দেখেন জনপ্রতি ১০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করলে বোটের লোকজন তাকে বোট থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেয়। সাইফ বলেন, ‘আমি ওদের বলেছিলাম, পদ্মা সেতু হয়ে গেলে তোমাদের এই বাহাদুরি কোথায় যায় দেখব? সে সময়ই আমি নিয়ত করেছিলাম, পদ্মা সেতু হয়ে গেলে নেত্রীকে একটা উপহার দেব। বাড়িতে আমি সাতটি ষাঁড় পালন করেছি। তারই একটা তাঁকে উপহার হিসেবে দিতে চাই কোরবানি দেওয়ার জন্য’।

সর্বশেষ খবর