শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

লকডাউনে বিয়ে পণ্ড বর-কনেকে অর্থদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

করোনাকালে সরকারি আদেশ অমান্য করে ইউপি সদস্যের বাড়িতে চেয়ারম্যানের উপস্থিতিতে বিয়ের আয়োজন প- করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বর ও কনেকে অর্থদন্ড দেওয়া হয়েছে। গতকাল বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার  বড় গাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন। সূত্র জানায়, নেত্রকোনা সদরের রৌহা ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বাদশা মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। একই উপজেলার পাশর্^বর্তী চল্লিশা ইউনিয়নের শ্রীধর পুর গ্রামের গনি মিয়ার ছেলে আনিসুর রহমানের সঙ্গে মেম্বারের মেয়ের বিয়ে হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিয়ান পরিচালনা করেন। বিয়েতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন। রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন বলেন, কোন বিয়ের আয়োজন ছিল না। ছেলে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বাবা মা মানছিলেন না। পরে তারা কয়েকজনকে নিয়ে একসঙ্গে হয়েছিল। ছেলের বাড়ির লোকজন এলে তিনিও এসেছিলেন বিষয়টি মীমাংসা করার জন্য।

সর্বশেষ খবর