শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

পাহাড় কাটতে বাধা দেওয়ায় বনকর্মীদের ওপর হামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

পাহাড় কাটতে বাধা দেওয়ায় বনকর্মীদের ওপর হামলা

কক্সবাজারের চকরিয়ায় বন বিভাগের পাহাড় কাটতে বাধা দেওয়ায় পাঁচ বনকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বিকালে উপজেলার কাকারা ইউনিয়নের কাকারা বনবিটের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কাকারা বনবিট কর্মকর্তা কামরুল হাসান (৩২), বন প্রহরী রুবেল মিয়া (৩৬), জাহেদুল ইসলাম (৩২), ভিলেজার নিজাম উদ্দিন (৪০) ও কলিম উল্লাহ (৪৫)। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করা হয়েছে।  কাকারা বন বিটের বিট কর্মকর্তা কামরুল হাসান বলেন, বিকালে পাহাড়তলী রিজার্ভ বনভূমি পাহাড়ে মেশিন বসিয়ে মাটি কাটার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয় সেলিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা এক বনকর্মীর বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে পাঁচ বনকর্মী আহত হন। এ ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান। চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, বনকর্মীদের ওপর হামলার ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে লিখিত এজাহার দিলে তা মামলা হিসেবে নেওয়া হবে।

সর্বশেষ খবর