সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

লকডাউনে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্রচালিত যান

বাগেরহাট প্রতিনিধি

লকডাউনে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্রচালিত যান

বাগেরহাটে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে প্রতিদিনই জেলা ও উপজেলা শহর ও হাট-বাজারে  লোক সমাগম বাড়ছে। সড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে যন্ত্রচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক, নসিমন-করিমন, মহেন্দ্র, মটরসাইকেল, কার ও মাইক্রোবাস।  সেনাবাহিনী, নৌবাহিনী বিজিবিসহ আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখলেই অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজন আড়ালে চলে যাচ্ছে। তারা চলে গেলেই লোকজন আবার সড়কে জটলা পাকাচ্ছে। এ অবস্থায় বাগেরহাটে লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। লকডাউন না মানায় জেলা জুড়ে গত ২৪ ঘণ্টায় ৯টি ভ্রাম্যমাণ আদালত ৫৭টি মামলা দিয়ে ৬৪ জনকে ২১ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে। বাগেরহাটে লকডাউনের মধ্যে জেলা সদরসহ ৯ উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে। জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় হলেই চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে।

সর্বশেষ খবর